ঢাকা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রাহায়ণ ১৪৩২

মাসে ৬০০ টাকায় যত খুশি ট্রেনে যাতায়াত, রেলওয়ের নতুন উদ্যোগ

২০২৫ নভেম্বর ১৫ ০৯:৪৬:৪৬

মাসে ৬০০ টাকায় যত খুশি ট্রেনে যাতায়াত, রেলওয়ের নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নিয়মিত যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। অতিরিক্ত ভাড়া ও প্রতিদিন টিকিট কাটার ঝামেলা কমাতে কর্তৃপক্ষ চালু করেছে মাসিক ৬০০ টাকার বিশেষ টিকিট। এই টিকিটের মাধ্যমে যাত্রীরা পুরো মাসে যতবার ইচ্ছা নারায়ণগঞ্জ থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত যাতায়াত করতে পারবেন।

প্রতিবার ট্রেনে যাত্রার স্বাভাবিক ভাড়া ২০ টাকা। এক জন অফিসগামী যাত্রী দিনে যাওয়া-আসায় ৪০ টাকা খরচ করেন, মাস শেষে দাঁড়ায় ৬০০ টাকায়। তুলনায়, বাসে একই পথে আসা-যাওয়া করলে খরচ হয় ১০০ টাকা দৈনিক, যা মাসে প্রায় তিন হাজারে পৌঁছায়। অর্থাৎ রেলওয়ের এই মাসিক টিকিট নিয়মিত যাত্রীদের খরচ কয়েকগুণ কমিয়ে দিচ্ছে। তবে, অনেকেই এখনও এই সুবিধার কথা জানেন না এবং প্রতিদিন আলাদা টিকিট কেটে যাতায়াত করছেন।

চাষাড়া রেলস্টেশনের মাস্টার কামরুল ইসলাম জানান, এখন পর্যন্ত প্রায় ৮০-৯০ জন যাত্রী এই বিশেষ মাসিক টিকিট নিয়েছেন। তিনি আশা করেন, যদি সঠিকভাবে তথ্য ছড়িয়ে পড়ে, তাহলে এই সংখ্যাও দ্রুত বাড়বে। তিনি আরও বলেন, মাসে কম ভ্রমণ হলেও এই টিকিটে লোকসানের কোনো সম্ভাবনা নেই।

নিয়মিত যাত্রী সালাউদ্দিন বলেন, “বাসে যাওয়া-আসায় দৈনিক খরচ ১০০ টাকা হলেও, ট্রেনে মাত্র ২০ টাকায় যাওয়া যায়। সবচেয়ে বড় সুবিধা প্রতিবার টিকিট কাটার ঝামেলা নেই।”

রেলওয়ের এই উদ্যোগ কেবল যাত্রীদের ভাড়া সাশ্রয় করছে না, বরং ভোগান্তিহীন যাত্রার নিশ্চয়তাও দিচ্ছে। নগরবাসী মনে করছেন, এখন প্রয়োজন শুধু ব্যাপক প্রচার, যাতে আরও বেশি মানুষ এই সুবিধা সম্পর্কে জানতে পারে এবং রেলযাত্রা আরও সহজ হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত