ঢাকা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রাহায়ণ ১৪৩২

জাতীয় স্মৃতিসৌধে ফুলের বাগান রক্ষায় কঠোর নির্দেশনা

২০২৫ নভেম্বর ১৫ ০৯:১৭:১৯

জাতীয় স্মৃতিসৌধে ফুলের বাগান রক্ষায় কঠোর নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় ফুলের বাগানের কোনো ক্ষতি না হয় এ বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। স্মৃতিসৌধের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে এ সতর্কবার্তা জারি করা হয়।

শুক্রবার (১৪ নভেম্বর) তথ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শবনম মুস্তারী রিক্তা স্বাক্ষরিত এক সরকারি চিঠির মাধ্যমেও বিষয়টি জানানো হয়।

উল্লেখ্য, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে ঘিরে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। জাতীয় পর্যায়ের এসব আয়োজন চূড়ান্ত হয় জাতীয় কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভায়, যেখানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আযম।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত