ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

‘নির্বাচিত সরকার ক্ষমতায় এলে সব সমস্যা সমাধান হবে’

২০২৫ নভেম্বর ১৪ ১৬:৫২:২৬

‘নির্বাচিত সরকার ক্ষমতায় এলে সব সমস্যা সমাধান হবে’

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করার অপেক্ষায় আছে। নির্বাচিত সরকার ক্ষমতায় এলে এখন যে সমস্ত সমস্যার কথা বলা হচ্ছে—সাংবিধানিক, অর্থনৈতিক এবং অন্যান্য—সবই সমাধান হবে।

শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম নগরের হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম ট্রাভেল ফোরামের আয়োজিত একটি সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, দেশে যে সমস্যা পুঞ্জিভূত হয়েছে, তা সমাধান করতে পারবে শুধুমাত্র নির্বাচিত সরকার। বর্তমানে বিএনপি রাজনৈতিক পরিবর্তনের দিকে মনোযোগ দিচ্ছে। জনগণের প্রধান চাহিদা হলো একটি গণতান্ত্রিক পরিবেশে উৎসবমুখর নির্বাচন আয়োজন। ছোটখাটো বিষয়গুলোতে জনগণের মনোযোগ নেই; সবাই চাইছে নির্বাচন।

শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলাগুলোর রায় বিষয়ে তিনি বলেন, রায় কোনদিকে যাবে তা বিচারব্যবস্থার ওপর নির্ভর করছে। তাই সবার উচিত বিচারব্যবস্থার ওপর আস্থা রাখা।

এর আগে অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আমীর খসরু বলেন, বিএনপি ক্ষমতায় এলে সবার জন্য ফ্রিতে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। সেমিনার উদ্বোধনের পর তিনি মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিটের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দিনব্যাপী সামিটে অংশ নেন চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত ও বাংলাদেশের শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, মেডিকেল ভ্যালু ট্রাভেল ফ্যাসিলিটেটর, কর্পোরেট প্রতিনিধি এবং ট্রাভেল এজেন্সির কর্মকর্তারা।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত