ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

ব্যাচেলর পয়েন্টে স্পর্শিয়ার আগমন, জল্পনায় ভাসছে ভক্তরা

২০২৫ নভেম্বর ১৪ ০০:১০:৪৪

ব্যাচেলর পয়েন্টে স্পর্শিয়ার আগমন, জল্পনায় ভাসছে ভক্তরা

বিনোদন ডেস্ক: জনপ্রিয় ধারাবাহিক 'ব্যাচেলর পয়েন্ট সিজন ৫'-এ যুক্ত হচ্ছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। নির্মাতা কাজল আরেফিন অমি সম্প্রতি এক রহস্যময় পোস্টার প্রকাশ করে এই খবর নিশ্চিত করেছেন। তবে স্পর্শিয়া কোন চরিত্রে অভিনয় করবেন, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছেন অমি।

সম্প্রতি অমি তার ফেসবুকে "ব্যাচেলর পয়েন্টে হ্যাতে কে?" শিরোনামে একটি অস্পষ্ট ছবি পোস্ট করেছিলেন, যা নিয়ে দর্শকদের মধ্যে নানা জল্পনা ছিল। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় একটি নতুন পোস্টার প্রকাশ করে সেই রহস্যের অবসান ঘটান তিনি। পোস্টারে স্পর্শিয়াকে উজ্জ্বল কমলা রঙের সালোয়ার কামিজ পরিহিত অবস্থায় হাসিমুখে দেখা গেছে।

নির্মাতা দর্শকদের কাছে প্রশ্ন রেখেছেন, স্পর্শিয়া কোন চরিত্রে থাকতে পারেন? এতে দর্শকরা "রোকেয়া" বা "মতলবের বউ" হওয়ার সম্ভাবনার কথা বলছেন।

'ব্যাচেলর পয়েন্ট সিজন ৫' বঙ্গ-তে মুক্তি পাচ্ছে এবং পরে চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে দেখা যাবে। মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলমসহ আরও অনেক জনপ্রিয় তারকা এই ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন। স্পর্শিয়ার আগমন দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত