ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

৪৫তম বিসিএস: মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির জরুরি নির্দেশনা

২০২৫ নভেম্বর ১৩ ২১:৪৭:১৫

৪৫তম বিসিএস: মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী সকল প্রার্থীকে আগামী ১৬ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল ৫টার মধ্যে একটি নির্দিষ্ট গুগল ফর্ম পূরণ করার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পিএসসি সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

কমিশনের পরীক্ষার নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে অনলাইনে নির্দিষ্ট লিংকে (https://forms.gle/cVb8Bcw7V8iqMjpc6) প্রবেশ করে ফর্মটি পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম পূরণ না করলে সংশ্লিষ্ট প্রার্থীর মৌখিক পরীক্ষার প্রক্রিয়া বিঘ্নিত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের ১ হাজার ৪১৬ জন এবং সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের ৮৩১ জন প্রার্থী কমিশনের প্রধান কার্যালয় রাজধানীর আগারগাঁও, শেরে বাংলা নগরে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অংশ নেন।

৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি ২০২২ সালের ৩০ নভেম্বর প্রকাশিত হয়, যেখানে প্রায় ৩ লাখ ৪৬ হাজারেরও বেশি প্রার্থী আবেদন করেছিলেন। প্রিলিমিনারি পরীক্ষা ২০২৩ সালের ১৯ মে অনুষ্ঠিত হয় এবং এতে ১২ হাজার ৭৮৯ জন প্রার্থী উত্তীর্ণ হন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত