ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

গণভোট ও নির্বাচন একসাথে হলে সমস্যা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

২০২৫ নভেম্বর ১৩ ১৮:৪৭:২৮

গণভোট ও নির্বাচন একসাথে হলে সমস্যা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক :জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কৃষক উইং-এর অনুষ্ঠানে গণভোট ও জাতীয় নির্বাচনের বিষয়ে মন্তব্য করেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হলেও এনসিপির কোনো আপত্তি নেই। তবে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। এজন্য সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আহ্বান জানানো হবে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য, কারণ কমিশন দুর্বল থাকলে একদিনে ভোট আয়োজন হুমকির মুখে পড়বে।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, রাজনৈতিক দলগুলোর বিভেদের কারণে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসার সুযোগ পাচ্ছে। তিনি বলেন, জামায়াত এবং বিএনপির নেতাদের কর্মসূচি একে অপরের সঙ্গে বিরোধ সৃষ্টি করছে। যদি আমরা নির্বাচনী সংস্কার করতে ব্যর্থ হই, তাহলে শেখ হাসিনার শাসনতান্ত্রিক কাঠামো বারবার ফিরে আসার চেষ্টা করবে। তিনি ব্যক্তিগত ও জাতীয় জীবনের স্বাধীনতার কথা উল্লেখ করে বলেন, কোনো পরিবারের কাছে জীবন বর্গা দিয়ে দাসত্ব গ্রহণ করা হবে না।

তিনি সরকারকে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য দায়ী করে বলেন, গণঅভ্যুত্থানের শক্তিকে অনেকেই স্তিমিত করতে চেয়েছিল, কিন্তু গত এক বছরে তা স্তিমিত হয়নি। নৈতিকতার জায়গা থেকে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি প্রদানের দায়িত্ব দেওয়ার কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগের ওপরও আক্রমণ করেন। তিনি বলেন, সরকার অনলাইনের মাধ্যমে ভীতি ছড়াচ্ছে এবং গত ১৫ বছরে অর্জিত অর্থের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের ব্যবসায়ী নেতারা তাদের অর্থ দিয়ে ককটেল নিক্ষেপ ও বাসে আগুন ধরানোর মতো কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। তিনি শেষ করেন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় আগামী ১৭ নভেম্বর ঘোষিত হবে, যা বাংলাদেশের বিচার ব্যবস্থার জন্য একটি নতুন মাইলফলক।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত