ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

মনোনয়নবঞ্চিতদের বিকল্প এনসিপি

২০২৫ নভেম্বর ১৩ ১৫:৫৫:৫৯

মনোনয়নবঞ্চিতদের বিকল্প এনসিপি

নিজস্ব প্রতিবেদক :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পুরো প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছে। দলটি ইতোমধ্যেই মনোনয়ন আবেদন ফরম বিক্রির কাজ শুরু করেছে এবং অন্যান্য দলের মনোনয়নবঞ্চিত নেতাকর্মীদের এনসিপিতে যোগ দিতে উৎসাহিত করছে। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, আওয়ামী লীগকে ছাড়া সব দল থেকে আগত নেতা-কর্মীদের স্বাগত জানানো হবে এবং তারা দেশের প্রতি দায়িত্বশীল কমিটমেন্ট বজায় রাখবেন।

দলটির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ বলেন, ‘এনসিপি শুধু বিএনপি নয়, বাংলাদেশের সব নাগরিকের জন্য উন্মুক্ত। যারা ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত নয় এবং নির্বাচনে অংশ নিতে আগ্রহী, তাদের মনোনয়নের আবেদন প্রত্যাশা করছি।’ আসন্ন নির্বাচনে ৩০০ আসনে দলীয় প্রার্থী দিতে এনসিপি সব বড় রাজনৈতিক দলের মনোনয়নবঞ্চিত নেতাকর্মীদের দলে ভেড়াতে কাজ করছে। আওয়ামীবিরোধী এবং বাংলাদেশপন্থী নেতৃত্ব এই দলে যোগ দিতে পারবে, তবে তাদের চব্বিশ-পরবর্তী বাংলাদেশের পুনর্গঠনে সক্রিয় ভূমিকা নিতে হবে।

এনসিপির নেতারা উল্লেখ করেছেন, নতুন বাংলাদেশ গঠনে সৃজনশীল ও কর্মদক্ষ রাজনৈতিক নেতৃত্ব অপরিহার্য। অতীতের কোনো রাজনৈতিক পার্থক্য বা দলগত অবস্থান এখানে বাধা নয়। নতুন রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপি সব যোগ্য বাংলাদেশপন্থী নেতাকে স্বাগত জানায়। এছাড়া দলের মধ্যে কোনো কঠোর হায়ারার্কি নেই, নতুনরা সহজেই নিজেদের অবস্থান তৈরি করতে পারবেন।

এনসিপির কেন্দ্রীয় নেতা ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপির মনোনয়নবঞ্চিত নেতাদের এনসিপিতে যোগ দেওয়া স্বাগত। তারা দলের প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত হবেন। এনসিপি কোনো জোটে বিশ্বাসী নয়, তবে নির্বাচনী সংস্কারের উদ্দেশ্যে যারা আসবেন তাদের অন্তর্ভুক্ত করা হবে। দলটি নিশ্চিত করতে চায়, রাজনীতি দলবাজির জন্য নয়, জনগণের জন্য।

এনসিপির সূত্র জানিয়েছে, আগামী ১৫ নভেম্বর প্রাথমিকভাবে ১৫০ থেকে ২০০ আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হবে এবং পরবর্তীতে ২৯৭ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। দল বেগম খালেদা জিয়ার সম্মানে তিনটি আসনে কোনো প্রার্থী দেবে না। তবে শেষ পর্যন্ত বিএনপি বা জামায়াতের সঙ্গে আসন সমঝোতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। দলীয় নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন রাজনৈতিক শক্তির মাধ্যমে বাংলাদেশে সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত