ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

রাজধানীর সড়কে ধীরে ধীরে ফিরে আসছে স্বাভাবিক অবস্থা

২০২৫ নভেম্বর ১৩ ১৩:০৫:৫২

রাজধানীর সড়কে ধীরে ধীরে ফিরে আসছে স্বাভাবিক অবস্থা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে সকাল থেকেই তীব্র যানজটের মধ্যদিয়ে দিন শুরু হলেও দুপুরের দিকে প্রধান সড়কগুলোতে বাস ও প্রাইভেটকারের সংখ্যা বাড়তে শুরু করেছে। সকাল বেলা সীমিত যানবাহনের কারণে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা বিপাকে পড়লেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার সকাল থেকে পতিত আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি এবং বিএনপি, জামায়াতে ইসলামি, ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের পাল্টা কর্মসূচির কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে গণপরিবহন প্রায় বন্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফার্মগেট, শাহবাগ, মিরপুর, মতিঝিল, গুলিস্তান, যাত্রাবাড়ী, নীলক্ষেত ও উত্তরা এলাকায় যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে।

দুপুর নাগাদ ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি পায়। যেসব বাস সকাল থেকে গ্যারেজে ছিল, সেগুলো একে একে রাস্তায় নামতে শুরু করে। অনেক রুটে মিনিবাস ও সিটি সার্ভিসের উপস্থিতি বেড়ে যাত্রীদের কিছুটা স্বস্তি ফিরেছে।

সচিবালয় থেকে শাহবাগ, বাংলামোটর ও ফার্মগেট পর্যন্ত ঘুরে দেখা যায়, যান চলাচল মোটামুটি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংখ্যা বেড়েছে, ট্রাফিক নিয়ন্ত্রণে এসেছে। তবে অন্য দিনগুলোর তুলনায় যাত্রী সংখ্যা কম, কারণ সকালে অনেকে বের হননি। মেট্রোরেলেও যাত্রী কমে যাওয়ার প্রভাব লক্ষ্য করা যায়, বগিগুলো সাধারণের তুলনায় অস্বাভাবিকভাবে ফাঁকা ছিল।

ঢাকা মহানগর ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা জানান, “সকালটা সবচেয়ে সংকটময় ছিল। রাজনৈতিক অনিশ্চয়তায় পরিবহন শ্রমিকরা রাস্তায় নামতে ভয় পাচ্ছিল। এখন সড়ক স্বাভাবিক হচ্ছে, যান চলাচল বাড়ছে। বিকেল নাগাদ রাজধানীর সড়ক সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।”

গুলিস্তান, ফার্মগেট ও মতিঝিল এলাকায় দুপুর সাড়ে ১২টার দিকে যানবাহনের সংখ্যা সাধারণ দিনের তুলনায় কিছুটা কম হলেও সকালবেলার তুলনায় অনেক বেশি। যাত্রী ভিড় কমে এসেছে, ভাড়াও স্বাভাবিক হয়েছে। পরিবহন নেতারা বলেন, রাজনৈতিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকায় চালকরা এখন রাস্তায় নামছেন। তবে গুলিস্তান, পল্টন ও ফার্মগেট মোড়ে সংক্ষিপ্ত সময়ের যানজট এখনও তৈরি হচ্ছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত