ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

ইউরোপে বিনা খরচে উচ্চশিক্ষা: ‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ’

সরকার ফারাবী
সরকার ফারাবী

সিনিয়র রিপোর্টার

২০২৫ নভেম্বর ১২ ১৭:৩৫:৪১

ইউরোপে বিনা খরচে উচ্চশিক্ষা: ‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ’

সরকার ফারাবী: হাঙ্গেরি সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্যস্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২৬ ঘোষণা করেছে, যার মাধ্যমে বিনা খরচে দেশটিতে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ মিলবে। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই পূর্ণ অর্থায়িত বৃত্তির আওতায় ৮০০টিরও বেশি বিষয়ে পড়াশোনার সুযোগ থাকছে।

সম্পূর্ণ অর্থায়িত সুবিধা

এই স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন—

সম্পূর্ণ টিউশন ফি মওকুফ

বিনামূল্যে আবাসন

চিকিৎসাবিমা সুবিধা

এককালীন যাতায়াত ভাতা

মাসিক ভাতা

ভাতার পরিমাণ:

স্নাতক ও মাস্টার্স শিক্ষার্থীদের জন্য মাসে ৪৩,৭০০ ফরিন্ট

পিএইচডি শিক্ষার্থীদের জন্য:

প্রথম পর্যায়ে ১,৪০,০০০ ফরিন্ট

দ্বিতীয় পর্যায়ে ১,৮০,০০০ ফরিন্ট

বৃত্তির লক্ষ্য ও ব্যবস্থাপনা

এই আন্তর্জাতিক স্কলারশিপটি যৌথভাবে পরিচালনা করে হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় এবং টেম্পাস পাবলিক ফাউন্ডেশন। এর মূল লক্ষ্য হলো হাঙ্গেরি ও অন্যান্য দেশের মধ্যে শিক্ষাগত ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি করা। প্রতি বছর ৯০টিরও বেশি দেশ থেকে প্রায় ৬০ হাজার শিক্ষার্থী আবেদন করে, যার মধ্যে সেরা প্রার্থীদের বাছাই করা হয়। বর্তমানে ১১,০০০-এর বেশি শিক্ষার্থী এই বৃত্তিতে হাঙ্গেরিতে পড়াশোনা করছেন।

কোন কোন বিষয়ে পড়ার সুযোগ আছে

এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা ইংরেজি মাধ্যমে ৮০০টিরও বেশি প্রোগ্রামে আবেদন করতে পারবেন। জনপ্রিয় কিছু বিষয় হলো—

ইঞ্জিনিয়ারিং সায়েন্স, কম্পিউটার সায়েন্স ও আইটি, হেলথ সায়েন্স, ইকোনমিক সায়েন্স, ন্যাচারাল সায়েন্স, কৃষি, বায়োটেকনোলজি, খাদ্যনিরাপত্তা, পরিবেশ ব্যবস্থাপনা, আর্টস ও হিউম্যানিটিজ ইত্যাদি।

প্রোগ্রামের মেয়াদ

স্নাতক (Bachelor): ২–৪ বছর

মাস্টার্স (Master): ১.৫–২ বছর

পিএইচডি (PhD): ৪ বছর

ওয়ান-টায়ার মাস্টার্স: ৫–৬ বছর

প্রিপারেটরি কোর্স (হাঙ্গেরিয়ান ভাষায়): ১ বছর

যোগ্যতা ও শর্তাবলি

আবেদনকারীদের অবশ্যই হাঙ্গেরির সহযোগী দেশগুলোর নাগরিক হতে হবে (বাংলাদেশ অন্তর্ভুক্ত)।

স্নাতকের জন্য: মাধ্যমিক সার্টিফিকেট আবশ্যক।

মাস্টার্সের জন্য: স্নাতক ডিগ্রি আবশ্যক।

পিএইচডির জন্য: মাস্টার্স ডিগ্রি আবশ্যক।

ভালো একাডেমিক রেকর্ড থাকা জরুরি।

আবেদনকারীদের নিজ দেশের নোমিনেটিং অথরিটি (যেমন হাঙ্গেরিয়ান দূতাবাস বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়) দ্বারা মনোনীত হতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

পূরণকৃত আবেদন ফরম

সিভি ও মোটিভেশন লেটার

রিকমেন্ডেশন লেটার

পাসপোর্টের কপি

ভাষার দক্ষতার প্রমাণপত্র

মেডিকেল সার্টিফিকেট

একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট

আবেদন প্রক্রিয়া

পুরো আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে।

আবেদনকারীরা সর্বোচ্চ দুটি প্রোগ্রামে আবেদন করতে পারবেন।

আবেদন করতে হবে অফিশিয়াল পোর্টালের মাধ্যমে, পাশাপাশি নিজ দেশের প্রেরণকারী সংস্থার মাধ্যমেও জমা দিতে হবে।

আবেদন শেষ তারিখ ও ফলাফল

আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৬

ফলাফল ঘোষণা: জুনের শেষ থেকে জুলাইয়ের মাঝামাঝি সময়ের মধ্যে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত