ঢাকা, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

জুলাই যোদ্ধাদের নিরাপত্তা এখন সরকারের প্রধান অগ্রাধিকার: উপদেষ্টা আদিলুর 

২০২৬ জানুয়ারি ১০ ০০:১০:২০

জুলাই যোদ্ধাদের নিরাপত্তা এখন সরকারের প্রধান অগ্রাধিকার: উপদেষ্টা আদিলুর 

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান বলেছেন, নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলে তা কোনো কাজে আসবে না। যারা নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। সুতরাং অন্য দেশ থেকে নানা কথা বলে কোনো লাভ হবে না।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের কারখানা ও ছাতক সিমেন্টের ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেসে রূপান্তর প্রকল্প পরিদর্শন শেষে দোয়ারাবাজার ফেরিঘাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আদিলুর রহমান বলেন, জুলাই যোদ্ধারা বাংলাদেশের সূর্য সন্তান। জুলাই আন্দোলনের বাইরে যারা ছিল, তাদের অনেকেই পালিয়ে গেছে। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা এখন সরকারের প্রধান অগ্রাধিকার। তার দাবি, জুলাই আন্দোলনের মাধ্যমেই বাংলাদেশ প্রকৃত অর্থে স্বাধীন হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন বিরোধী তৎপরতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভোটগ্রহণ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদের আলোকে বাংলাদেশকে পরিবর্তনের লক্ষ্যে যে গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবে এবং এর মধ্য দিয়েই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

এ সময় সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া উপস্থিত ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ