ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

নির্বাচনী প্রচারণায় যানবাহন ব্যবহার নিষিদ্ধ

২০২৫ নভেম্বর ১২ ০৯:২০:১৫

নির্বাচনী প্রচারণায় যানবাহন ব্যবহার নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। নতুন আচরণবিধি অনুযায়ী, কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা তাদের সমর্থকরা বাস, ট্রাক, নৌযান বা মোটরসাইকেলসহ যান্ত্রিক বাহন ব্যবহার করে মিছিল, জনসভা বা শোডাউন করতে পারবেন না। একই সঙ্গে মশাল মিছিল, ড্রোন বা হেলিকপ্টার থেকে প্রচারণাও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’-এর নবম ধারায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন বিধিমালা অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দল, দলীয় প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী বা তাদের পক্ষে অন্য কেউ নির্বাচনি প্রচারণায় কোনো ধরনের যানবাহন ব্যবহার করতে পারবে না। এছাড়া যানবাহনসহ বা ব্যতীত মশাল মিছিলও সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

নির্বাচনী প্রচারে হেলিকপ্টার বা অন্য কোনো আকাশযান ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে দলীয় প্রধান, সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদধারীরা যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন, কিন্তু কোনো লিফলেট বা প্রচার সামগ্রী বিতরণ বা নিক্ষেপ করা যাবে না।

মনোনয়নপত্র দাখিলের সময়ও প্রার্থীদের জন্য কঠোর নিয়মাবলী নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র জমা দিতে গিয়ে কোনো ধরনের মিছিল বা শোডাউন করা যাবে না এবং প্রার্থী বা তার প্রতিনিধি সর্বোচ্চ পাঁচজন রিটার্নিং কর্মকর্তার কাছে যেতে পারবেন। ভোটের দিন যান চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকলে, ভোটকেন্দ্রের নির্ধারিত এলাকায় অনুমোদিত ব্যতীত কেউ মোটরসাইকেল বা অন্য যান্ত্রিক যান ব্যবহার করতে পারবে না।

নবীন আচরণবিধার আরেকটি গুরুত্বপূর্ণ ধারা হলো, নির্বাচনী প্রচারণা এবং ভোটগ্রহণ চলাকালীন সময়ে ড্রোন বা কোয়াডকপ্টারসহ যেকোনো ধরনের আকাশযন্ত্র ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, এই বিধিনিষেধ অমান্য করলে সংশ্লিষ্ট প্রার্থী বা রাজনৈতিক দলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত