ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

নির্বাচনের ব্যালট ছাপার জন্য ইসি কিনছে ৯১৫ টন কাগজ

২০২৫ নভেম্বর ১১ ১৮:৩৩:৫২

নির্বাচনের ব্যালট ছাপার জন্য ইসি কিনছে ৯১৫ টন কাগজ

নিজস্ব প্রতিবেদক :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট ছাপানোর জন্য নির্বাচন কমিশন রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত কাগজ উৎপাদন প্রতিষ্ঠান চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) থেকে ৯১৫ মেট্রিক টন কাগজ কিনেছে, যার বাজার মূল্য প্রায় ১১ কোটি টাকা। ইতোমধ্যে ১৭৮ মেট্রিক টন কাগজ সরবরাহ হয়েছে এবং বাকি **৭৩৭ মেট্রিক টন কাগজ ধাপে ধাপে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে সরবরাহ করা হবে।

কেপিএম-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ জানান, চলতি ২০২৫–২০২৬ অর্থ বছরে নির্বাচন কমিশন থেকে রঙ্গিন (সবুজ, গোলাপী, এজুরলেইড) এবং বাদামি সালফেট কাগজ মিলে মোট ৯১৫ মেট্রিক টনের অর্ডার এসেছে। তিনি আশা প্রকাশ করেন, যথাসময়ে অর্ডারকৃত কাগজ সরবরাহ করা হবে।

সরকারি নির্বাচন কমিশনের পাশাপাশি বাংলাদেশ স্টেশনারি অফিস (বিএসও), বিভিন্ন বোর্ড ও বিশ্ববিদ্যালয় এবং কিছু বেসরকারি প্রতিষ্ঠান থেকেও ইতোমধ্যে প্রায় ২ হাজার ৮৯৪ মেট্রিক টন কাগজের সরবরাহ আদেশ এসেছে, যার বাজার মূল্য প্রায় ৩৭.৩৩ কোটি টাকা।

কেপিএম সূত্র জানায়, চলতি অর্থ বছরে তাদের উৎপাদন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০০ মেট্রিক টন কাগজ, যার মূল্যমান প্রায় ৪০–৪৫ কোটি টাকা। এ বছর ৯ অক্টোবর পর্যন্ত মোট ১,০৯৩ মেট্রিক টন কাগজ উৎপাদিত হয়েছে এবং বর্তমানে উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, ১৯৫৩ সালে ৬৮ একর জায়গার কারখানা ও ৪৩১ একর আবাসিক জায়গা নিয়ে উপমহাদেশের বৃহত্তম কাগজ কল হিসেবে যাত্রা শুরু করেছিল কর্ণফুলী পেপার মিল। প্রায় ৭০ বছর পুরনো এই প্রতিষ্ঠানটি বয়সের ভারে কিছুটা নুয়ে পড়লেও, কাগজ উৎপাদন কার্যক্রম এখনও চলমান। সংশ্লিষ্টরা আশাবাদী, সরকারের সহযোগিতা ও প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন হলে কেপিএম আবারও তার প্রাচীন জৌলুস ফিরে পাবে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের মুদ্রা বিনিময় হার

আজকের মুদ্রা বিনিময় হার

ডুয়া ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণেই বৈদেশিক মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার লেনদেনও গুরুত্বপূর্ণ... বিস্তারিত