ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
যুদ্ধবিরতি উপেক্ষা করেই গাজায় চলছে ইসরাইলি আগ্রাসন
আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাস পার হলেও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা ও সহিংসতা অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে মৃতদেহ উদ্ধার ও নতুন শনাক্ত হওয়ায় নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়েছে। একই সময়ে পশ্চিম তীরজুড়ে বসতি স্থাপনকারীদের হামলাও তীব্র আকার নিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও অন্তত ২৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সাম্প্রতিক ঘটনায়, উত্তর ও দক্ষিণ গাজার সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করেছে। 'ইয়েলো লাইন' সীমারেখা অতিক্রমের অভিযোগে একাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। খানের ইউনিসে বিস্ফোরণে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জরুরি চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনায় গাজা ও মিসরের রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় খোলার আহ্বান জানিয়েছে। এখনও পর্যন্ত প্রায় ৪ হাজার ফিলিস্তিনি সীমান্ত পার হয়ে চিকিৎসা নিয়েছেন। আরও ১৬ হাজার ৫০০ জন চিকিৎসার জন্য অপেক্ষায় রয়েছেন।
পশ্চিম তীরে ইসরায়েলি সেনা অভিযান ও বসতি স্থাপনকারীদের হামলা বেড়ে গেছে। দক্ষিণ নাবলুসের বেইতা শহরে ফিলিস্তিনিদের ওপর লাঠি ও পাথর নিক্ষেপ করা হয়েছে। হামলায় অন্তত ডজনখানেক মানুষ আহত হয়েছেন, তাঁদের মধ্যে একজন সাংবাদিক এবং ৭০ বছর বয়সী একজন কর্মী রয়েছেন।
প্যালেস্টাইন জার্নালিস্টস সিন্ডিকেট জানিয়েছে, পাঁচ সাংবাদিক হামলায় আহত হয়েছেন এবং এটিকে "সাংবাদিক হত্যার উদ্দেশ্যে সংঘটিত যুদ্ধাপরাধ" হিসেবে নিন্দা জানিয়েছে। রয়টার্সও দুই কর্মী আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।
জাতিসংঘের তথ্যমতে, সেপ্টেম্বর থেকে অন্তত ৭০টি শহর ও গ্রামে ১২৬টি হামলা চালানো হয়েছে, যার ফলে ৪ হাজারের বেশি জলপাই গাছ ধ্বংস বা উপরে ফেলা হয়েছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- হরলিকসের জোয়ারে ইউনিলিভারের মুনাফায় দুর্দান্ত প্রত্যাবর্তন
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল