ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

যুদ্ধবিরতি উপেক্ষা করেই গাজায় চলছে ইসরাইলি আগ্রাসন

২০২৫ নভেম্বর ০৯ ১০:৪১:২৫

যুদ্ধবিরতি উপেক্ষা করেই গাজায় চলছে ইসরাইলি আগ্রাসন

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাস পার হলেও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা ও সহিংসতা অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে মৃতদেহ উদ্ধার ও নতুন শনাক্ত হওয়ায় নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়েছে। একই সময়ে পশ্চিম তীরজুড়ে বসতি স্থাপনকারীদের হামলাও তীব্র আকার নিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও অন্তত ২৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সাম্প্রতিক ঘটনায়, উত্তর ও দক্ষিণ গাজার সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করেছে। 'ইয়েলো লাইন' সীমারেখা অতিক্রমের অভিযোগে একাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। খানের ইউনিসে বিস্ফোরণে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জরুরি চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনায় গাজা ও মিসরের রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় খোলার আহ্বান জানিয়েছে। এখনও পর্যন্ত প্রায় ৪ হাজার ফিলিস্তিনি সীমান্ত পার হয়ে চিকিৎসা নিয়েছেন। আরও ১৬ হাজার ৫০০ জন চিকিৎসার জন্য অপেক্ষায় রয়েছেন।

পশ্চিম তীরে ইসরায়েলি সেনা অভিযান ও বসতি স্থাপনকারীদের হামলা বেড়ে গেছে। দক্ষিণ নাবলুসের বেইতা শহরে ফিলিস্তিনিদের ওপর লাঠি ও পাথর নিক্ষেপ করা হয়েছে। হামলায় অন্তত ডজনখানেক মানুষ আহত হয়েছেন, তাঁদের মধ্যে একজন সাংবাদিক এবং ৭০ বছর বয়সী একজন কর্মী রয়েছেন।

প্যালেস্টাইন জার্নালিস্টস সিন্ডিকেট জানিয়েছে, পাঁচ সাংবাদিক হামলায় আহত হয়েছেন এবং এটিকে "সাংবাদিক হত্যার উদ্দেশ্যে সংঘটিত যুদ্ধাপরাধ" হিসেবে নিন্দা জানিয়েছে। রয়টার্সও দুই কর্মী আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।

জাতিসংঘের তথ্যমতে, সেপ্টেম্বর থেকে অন্তত ৭০টি শহর ও গ্রামে ১২৬টি হামলা চালানো হয়েছে, যার ফলে ৪ হাজারের বেশি জলপাই গাছ ধ্বংস বা উপরে ফেলা হয়েছে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত