ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হলেন শাহজাহান মিয়া

২০২৫ নভেম্বর ০৬ ২০:৫০:৪৮

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হলেন শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া এক সপ্তাহের মধ্যে আবারও বদলি হয়েছেন। এবার তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ৩০ অক্টোবর তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বদলি হন। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি শাহজাহান মিয়াকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল। পরে ১৮ মে তাকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও দেওয়া হয়।

এই বদলির ফলে প্রশাসনিক দায়িত্বে দ্রুত পরিবর্তনের ধারাবাহিকতা লক্ষ্য করা যাচ্ছে, যা স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের কার্যক্রমকে প্রভাবিত করতে পারে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত