ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

বাংলাদেশ বনাম আফগানিস্তান: খেলাটি সরাসরি(LIVE) দেখুন

২০২৫ নভেম্বর ০৩ ১০:২৪:৪২

বাংলাদেশ বনাম আফগানিস্তান: খেলাটি সরাসরি(LIVE) দেখুন

সরকার ফারাবী: রাজশাহীর শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান স্টেডিয়ামে আগামীকাল সোমবার (৩ নভেম্বর) সকাল ৯টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। যুব ক্রিকেটে দুই দলের লড়াই ঘিরে উত্তেজনা ছড়িয়েছে রাজশাহীর ক্রিকেটপ্রেমীদের মাঝে। নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে উভয় দলই প্রস্তুত সম্পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে।

ম্যাচের তথ্য

প্রতিপক্ষ: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বনাম আফগানিস্তান অনূর্ধ্ব-১৯

স্থান: শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান স্টেডিয়াম, রাজশাহী

তারিখ: ৩ নভেম্বর, ২০২৫ (সোমবার)

সময়: সকাল ৯:০০টা

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯; আশিকুর রহমান শিবলি (উইকেটরক্ষক), আদিল বিন সিদ্দিক, রিজওয়ান, মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), আরিফুল ইসলাম, শাহরিয়ার সাকিব, শেখ পারভেজ জীবন, ওয়াসিফ হাসান, মারুফ মৃধা, ইকবাল হাসান, রোহানাত দৌল্লা বর্ষণ।

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯; রহমানুল্লাহ, জামশেদ, নাসের খান, সোহেল খান, রহিমুল্লাহ (উইকেটরক্ষক), নাঙ্গিয়ালাই খারোটে, ফরিদুন দাওয়ুদজাই, আব্দুল গফফার (অধিনায়ক), ফারুকী, সামিউল্লাহ, নাভিদ জাদরান।

খেলাটি দেখার সম্ভাব্য উপায়

দেশের ক্রিকেটভক্তদের জন্য ম্যাচটি উপভোগ করার একাধিক মাধ্যম থাকতে পারে।

১. টেলিভিশন সম্প্রচার:

বাংলাদেশের জনপ্রিয় স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস (T Sports) নিয়মিতভাবে অনূর্ধ্ব-১৯ এই ম্যাচটি সরাসরি টি স্পোর্টসে দেখা যাবে।

তাছাড়া জিটিভি (GTV) কিংবা অন্যান্য স্থানীয় চ্যানেলগুলোও মাঝে মাঝে এই ধরনের ম্যাচ সম্প্রচার করে।

২. অনলাইন স্ট্রিমিং:

যারা মোবাইল বা অনলাইনে খেলা দেখতে চান, তারা টি স্পোর্টসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল অথবা অ্যাপ–এর মাধ্যমে ম্যাচটি দেখতে পারবেন।

এছাড়া বাংলাদেশের জনপ্রিয় স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম র‍্যাবিটহোল (Rabbithole)–এর ইউটিউব চ্যানেল ও অ্যাপেও ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হতে পারে।

কখনো কখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজেও এই ধরনের যুব সিরিজ সরাসরি সম্প্রচার করে থাকে।

ট্যাগ: বিসিবি বাংলাদেশ দল টি স্পোর্টস আফগানিস্তান ক্রিকেট bcb cricket live bangladesh cricket বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ বনাম আফগানিস্তান ক্রিকেট আপডেট বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরাসরি সম্প্রচার bangladesh vs afghanistan live bangladesh vs afghanistan ক্রিকেট খবর Bangladesh U19 vs Afghanistan U19 বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ Cricket News Bangladesh Bangladesh U19 Afghanistan U19 Under 19 cricket Rajshahi Stadium Shahid AHM Kamruzzaman Stadium youth cricket T Sports Rabbithole Afghanistan Cricket U19 match cricket series যুব ক্রিকেট রাজশাহী ক্রিকেট কামারুজ্জামান স্টেডিয়াম অনূর্ধ্ব-১৯ ম্যাচ ক্রিকেট লাইভ র‍্যাবিটহোল অনূর্ধ্ব-১৯ সিরিজ আফগানিস্তান দল ক্রিকেট স্কোর রাজশাহী স্টেডিয়াম যুব ক্রিকেট টুর্নামেন্ট U19 Cricket Highlights Bangladesh U19 Match Afghanistan U19 Match BCB Updates Live Streaming Match Rajshahi Cricket Match

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দুপুরে জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ

দুপুরে জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নজর এখন গণভোটের সিদ্ধান্তে। আজ সোমবার দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে... বিস্তারিত