ঢাকা, শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

রেফারিদের জুয়া কেলেঙ্কারিতে ফুটবল অঙ্গন তোলপাড়

২০২৫ নভেম্বর ০১ ১৮:৫৬:২৪

রেফারিদের জুয়া কেলেঙ্কারিতে ফুটবল অঙ্গন তোলপাড়

স্পোর্টস ডেস্ক: তুরস্কের ফুটবল অঙ্গন কাঁপিয়ে দিয়েছে রেফারিদের অনলাইন জুয়ায় জড়িত থাকার কেলেঙ্কারি। শত শত রেফারির বেটিংয়ে অংশ নেওয়ার ঘটনায় ফুটবল ফেডারেশন (টিএফএফ) অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে এবং বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। গত সোমবার টিএফএফ নিশ্চিত করে, দেশের পেশাদার লিগে দায়িত্ব পালন করা উল্লেখযোগ্য সংখ্যক রেফারি অনলাইন বেটিং সাইটে সক্রিয় ছিলেন।

তদন্তে উঠে এসেছে, তুরস্কের পেশাদার লিগের মোট ৫৭১ জন রেফারির মধ্যে ৩৭১ জনেরই অনলাইন বেটিং অ্যাকাউন্ট রয়েছে। তাদের মধ্যে ১৫২ জন নিয়মিতভাবে বাজি ধরতেন। অবাক করার মতো তথ্য হলো, ১০ জন রেফারি গত পাঁচ বছরে ১০ হাজারেরও বেশি ম্যাচে বেট করেছেন, আর একজন রেফারি একাই ১৮,২২৭ ম্যাচে বাজি ধরেছেন। এছাড়া আরও ৪২ জন রেফারি অন্তত ১ হাজার ম্যাচে বাজি ধরার রেকর্ড রয়েছে।

এই ঘটনায় টিএফএফ তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে ১৪৯ জন রেফারিকে সাময়িক বরখাস্ত করেছে। শৃঙ্খলা কমিটি তাদের ৮ থেকে ১২ মাসের জন্য নিষিদ্ধ করেছে। আরও তিনজন রেফারির বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে।

অভিযুক্তদের মধ্যে তুরস্কের শীর্ষ লিগে দায়িত্ব পালন করা ২২ জন কর্মকর্তা রয়েছেন যাদের মধ্যে ৭ জন মূল রেফারি ও ১৫ জন সহকারী রেফারি।

ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হাজিওসমানোগলু বলেন, “রেফারিং একটি সম্মানের পেশা। যারা এই সম্মান নষ্ট করবে, তারা আর কখনও তুর্কি ফুটবলে জড়িত থাকতে পারবে না।”

তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি, অভিযুক্তদের কেউ নিজেদের পরিচালিত ম্যাচে বাজি ধরেছিলেন কি না।

ঘটনার পর ইস্তানবুল পাবলিক প্রসিকিউটর অফিস স্বাধীনভাবে তদন্ত শুরু করেছে। স্থানীয় গণমাধ্যম হাবেরতুর্ক জানিয়েছে, শুধুমাত্র রেফারিরাই নয়, তদন্তের আওতায় এসেছে কয়েকটি ক্লাব কর্মকর্তা ও প্রায় ৩ হাজার ৭০০ ফুটবলারও।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত