ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

১৭০ আসনে প্রার্থী দিচ্ছে এনসিপি

২০২৫ অক্টোবর ৩১ ১৭:১৬:২৯

১৭০ আসনে প্রার্থী দিচ্ছে এনসিপি

নিজস্বপ্রতিবেদক :তরুণদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক নির্বাচনি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দলটির অবস্থান, নির্বাচন যেন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী সারা দেশে সংগঠন ও প্রচার কার্যক্রম জোরদার করেছে তারা।

এনসিপিকে জোটে নেওয়ার ব্যাপারে বিএনপি ও জামায়াত উভয়েই আগ্রহ দেখালেও, জামায়াতের সঙ্গে দলের সম্পর্ক এখন কিছুটা দূরত্বপূর্ণ। দুই দলের শীর্ষ নেতাদের সাম্প্রতিক পরস্পরবিরোধী বক্তব্যে এই টানাপোড়েন স্পষ্ট হয়েছে। এনসিপির একাংশ জামায়াতের সঙ্গে কোনো ধরনের জোট বা নির্বাচনি সমঝোতার বিপক্ষে অবস্থান নিয়েছে।

সূত্র জানায়, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের এই দলটি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্র থেকে ইতোমধ্যেই তৃণমূল পর্যায়ে এ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। যদিও আনুষ্ঠানিক জোট নয়, তবে অভিন্ন এজেন্ডা ও রাজনৈতিক বোঝাপড়ার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দেওয়া হতে পারে।

একজন নাম প্রকাশে অনিচ্ছুক যুগ্ম-আহ্বায়ক জানান, বিএনপি চাইছে এনসিপি যেন জামায়াতের সঙ্গে না যায়। এজন্য বিএনপি ঢাকাসহ অন্তত ২০টি আসনে আসন সমঝোতা ও ভবিষ্যৎ সরকারে মন্ত্রিসভায় প্রতিনিধিত্বের প্রস্তাব দিয়েছে। তবে এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, বেশিরভাগ নেতাকর্মী অন্য কোনো দলের সঙ্গে জোটে না গিয়ে স্বতন্ত্র অবস্থানে নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে মত দিয়েছেন। তিনি আরও জানান, “আসন সমঝোতা” শব্দটির সঙ্গেও দল একমত নয়, তবে অভিন্ন লক্ষ্য ও রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে প্রার্থী দেওয়া হতে পারে।

দলীয় সূত্রে জানা গেছে, আহ্বায়ক নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী, ডা. তাসনিম জারা, আরিফুল ইসলাম আদিব, সামান্থা শারমিনসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা ঢাকা ও আশপাশের বিভিন্ন আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। এছাড়া সদস্য সচিব আখতার হোসেন রংপুর থেকে, সারজিস আলম পঞ্চগড় থেকে এবং হাসনাত আবদুল্লাহ কুমিল্লা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দলটি ইতোমধ্যে ১৭০টি আসনে সম্ভাব্য প্রার্থীর খসড়া তালিকা তৈরি করেছে। এর মধ্যে নাহিদ ইসলাম ঢাকা-৯ বা ১১, আরিফুল ইসলাম আদিব মিরপুর, ডা. তাসনিম জারা ঢাকা-৩, নাসীরুদ্দীন পাটওয়ারী উত্তরা, সামান্থা শারমিন ও নাহিদা সারোয়ার নিভা ঢাকা ও আশপাশের আসনে লড়তে প্রস্তুতি নিচ্ছেন।

এনসিপি নেতারা মনে করেন, জুলাইয়ের গণআন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটলেও দেশের বড় দলগুলোর রাজনৈতিক চরিত্রের তেমন পরিবর্তন হয়নি। বিদ্যমান রাজনৈতিক প্রভাব ও ক্ষমতাকেন্দ্রিক প্রবণতা এখনো জিইয়ে আছে। তাদের মতে, জুলাইয়ের আন্দোলনের চেতনা বাস্তবায়নের জন্য এনসিপিকে স্বতন্ত্র অবস্থান বজায় রেখে রাজনৈতিক স্টাবলিশমেন্টের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। অন্যথায় দলের মূল লক্ষ্য ও অস্তিত্ব বিপন্ন হতে পারে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত