ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

বাংলাদেশ বনাম আফগানিস্তান ২য় ম্যাচ: কবে, কখন-জানুন শুরু না হওয়ার কারণ

সরকার ফারাবী
সরকার ফারাবী

সিনিয়র রিপোর্টার

২০২৫ অক্টোবর ৩১ ১৪:০৫:১৯

বাংলাদেশ বনাম আফগানিস্তান ২য় ম্যাচ: কবে, কখন-জানুন শুরু না হওয়ার কারণ

সরকার ফারাবী: ২৩ অক্টোবর থেকে বাংলাদেশে অনুষ্ঠিতব্য সিরিজে বাংলাদেশ আন্ডার ১৯ ও আফগানিস্তান আন্ডার ১৯ এর মধ্যে বরোগায় আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিরিজের ২য় ইয়ুথ ওডিআই। তবে মাঠ পরিদর্শনে দেখা যায় মাঠবহির্ভূত আস্তরণ ও আবহাওয়ার কারণে খেলা শুরু হতে পারেনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ম্যাচের শুরু টস সম্পন্ন হয়নি এবং খেলা “ডিলেইড – ফগ (Fog)” অবস্থাতে রয়েছে।

বরোগার Shaheed Chandu Stadium মাঠে আজ ভোর থেকে ঘন কুয়াশা ও ঘন আবরণ দেখা গেছে, যার কারণে দর্শক ও প্রসারের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি হয়নি বলে ম্যাচ পরিচালনায় অন্তর্বর্তী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই কারণে খেলোয়াড়, আম্পায়ার ও সিরিজ আয়োজকরা আলোচনা করছেন পরবর্তী সময় বা বিকল্প পরিকল্পনা নিয়ে। মাঠ খোলার পরেও টস-সময়ের যথাযথতা নিয়ে পুনর্বিবেচনা করা হবে বলে সূত্র জানিয়েছে।দুই দল ও সিরিজ আয়োজকরা অনুরোধ করেছেন দর্শক ও ক্রিকেটপ্রেমীরা সময়সূচি ও অফিশিয়াল আপডেটের জন্য নজর রাখুন। প্রয়োজনে আজকের ম্যাচ অন্য সময় বা অন্যান্য দিন করা হতে পারে।

খেলাটি যেদিন হতে পারে:

এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ বনাম আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দ্বিতীয় ইয়ুথ ওডিআই ম্যাচটি পুনঃনির্ধারণ (reschedule) করা হয়েছে বলে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

ম্যাচটি আজ (৩১ অক্টোবর ২০২৫) সকালে বরোগার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু ঘন কুয়াশা ও ভেজা মাঠের কারণে টসও সম্ভব হয়নি। আয়োজক কমিটি জানিয়েছে, পরিস্থিতি অনুকূলে এলে পরবর্তী দিন বা নির্ধারিত রিজার্ভ ডে’তে খেলা আয়োজনের চেষ্টা করা হবে।

সম্ভাব্য তারিখ: আগামী ১ নভেম্বর (শনিবার) ম্যাচটি পুনরায় আয়োজনের সম্ভাবনা রয়েছে, যদি মাঠের অবস্থা অনুকূল হয়।

স্থান: বরোগা শহীদ চান্দু স্টেডিয়ামই অপরিবর্তিত থাকবে।

ট্যাগ: BAN U19 vs AFG U19 Live Score ban u19 vs afg u19 bangladesh vs afghanistan u19 বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ইয়ুথ ওডিআই বাতিল বরোগা ক্রিকেট শ্রদ্ধাঞ্জলি সিরিজ কুয়াশা ক্রিকেট বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ সিরিজ ২০২৫ ইয়ুথ ক্রিকেট নিউজ ক্রিকেট বfog শ্রদ্ধাঞ্জলি ওডিআই যুব ক্রিকেট বাংলাদেশ সিরিজ বিরতি ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট ইনস্ট্রাকশন আফগানিস্তান যুব দল বাংলাদেশ ক্রিকেট ম্যাচ স্থগিত Bangladesh Under-19 Afghanistan Under-19 2nd Youth ODI cancelled Bogra cricket youth ODI series 2025 fogged out match Shaheed Chandu Stadium youth cricket Bangladesh cricket match delay Bangladesh youth team Afghanistan series youth ODI Bangladesh 2025 cricket fixture postponement youth cricket news fog in cricket match বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বনাম আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ স্কোর BAN U19 Playing XI Today AFG U19 Playing 11 2nd ODI যুব ওডিআই খেলার একাদশ 2nd Youth ODI Bogra Live বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ খেলার একাদশ Youth ODI Live Update Afghanistan U19 Tour of Bangladesh যুব ক্রিকেট ২০২৫

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ