ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

গণভোটের দাবির পেছনে জাতীয় স্বার্থ নেই: নুর

২০২৫ অক্টোবর ৩১ ১৩:৫১:৩৮

গণভোটের দাবির পেছনে জাতীয় স্বার্থ নেই: নুর

নিজস্ব প্রতিবেদক: গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, গণভোটের দাবির পেছনে কোনো জাতীয় স্বার্থ নেই, এটি কেবল রাজনৈতিক ফায়দা লোটার কৌশল। তার দাবি, “গণভোটের কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, আসলে এর মাধ্যমে কেউ কেউ নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। পর্দার আড়ালের দেনদরবার আমরা জানি অনেকে বিরোধী দলে জায়গা পাওয়ার জন্য দরকষাকষি করছে, কেউ আবার ১০-১৫টি আসন নিশ্চিত করতে গণভোটকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।”

শুক্রবার জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন নুর।

তিনি বলেন, গণভোটের দাবি বাস্তবসম্মত নয় এবং এটি নির্বাচনী প্রক্রিয়াকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। “সরকার যদি আগে থেকেই প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করত, তাহলে গণভোটের সুযোগ ছিল। এখন যখন ডিসেম্বরেই তফসিল এবং ফেব্রুয়ারিতে নির্বাচন, তখন এক মাসের মধ্যে গণভোট আয়োজন সম্ভব নয়,” বলেন নুর।

সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছে, এখন নির্বাচনে কোনো বাধা নেই। তাই জানুয়ারিতেই জাতীয় নির্বাচন দেওয়া হোক।”

নুরের মতে, গণভোট নিয়ে বিভাজন তৈরি হলে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সাফল্য ক্ষতিগ্রস্ত হবে এবং “যাদের রাজনীতিতে আর জায়গা নেই, তারাই সুযোগ নিতে পারে।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত