ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

৪৪তম বিসিএসের ফল নিয়ে যা জানাল পিএসসি

২০২৫ অক্টোবর ২৯ ১১:৩৮:৩৬

৪৪তম বিসিএসের ফল নিয়ে যা জানাল পিএসসি

নিজস্ব প্রতিবেদক: পিএসসি জানিয়েছে, রিপিট ক্যাডার বা একই ক্যাডারে পুনরায় নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের জন্য সংশোধিত বিধি অনুমোদন পাওয়ায় ৪৪তম বিসিএসের ফল খুব শিগগিরই প্রকাশিত হতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয় গেজেট আকারে এই বিধি প্রকাশ করেছে, যা প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, গেজেট আনুষ্ঠানিকভাবে পেলে ফলাফল প্রকাশ কার্যক্রম শুরু হবে।

নতুন বিধির মূল বিষয়বিধি-১৭-এর সংশোধিত অংশ অনুযায়ী, একাধিকবার বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া ও একই ক্যাডারে পুনরায় সুপারিশ প্রাপ্ত হওয়ার প্রক্রিয়া বন্ধ করা হয়েছে। মূলত ২০১৪ সালের বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগ) বিধিমালার বিধি-১৭-এর শেষ অংশে নতুন শর্ত যুক্ত করা হয়েছে। গেজেটে বলা হয়েছে, বিদ্যমান বিধির শেষ অংশ নতুন সংশোধিত অংশ দ্বারা প্রতিস্থাপিত হবে।

৪৪তম বিসিএসের প্রেক্ষাপট৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল ২০২২ সালের ২৭ মে, যেখানে ১৫,৭০৮ জন উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১১,৭৩২ জন। দীর্ঘ প্রক্রিয়ার পর মৌখিক পরীক্ষার মাধ্যমে চলতি বছরের ৩০ জুন এক হাজার ৬৯০ প্রার্থীকে সুপারিশ করা হয়। সংশোধিত বিধি কার্যকর হওয়ায় এই ফলাফল অবিলম্বে প্রকাশ সম্ভব বলে জানানো হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত