ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২
বাংলাদেশি এজেন্টদের জন্য নতুন মানদণ্ড ঘোষণা মালয়েশিয়ার
 
                                    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি রিক্রুটিং এজেন্টদের জন্য মালয়েশিয়ায় কর্মী প্রেরণের নতুন সুযোগ উন্মুক্ত হয়েছে। আগে অন্য দেশের এজেন্সিগুলিকে বেশি প্রাধান্য দেওয়া হতো। তবে আগামী থেকে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও মায়ানমারের এজেন্টদের অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে নির্বাচিত করা হবে। এই প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট এজেন্টদের দশটি শর্ত পূরণ করতে হবে বলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২১-২২ মে ঢাকায় অনুষ্ঠিত ৩য় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ সভায় মালয়েশিয়ার প্রতিনিধি বাংলাদেশকে নিশ্চয়তা দেন যে, অন্যান্য দেশের মতো বাংলাদেশি এজেন্টদেরও সমান সুযোগ দেওয়া হবে। এরপর ২৮ অক্টোবর তাদের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে ‘রিক্রুটিং এজেন্ট সিলেকশন ক্রাইটেরিয়া’ পাঠানো হয়েছে।
রিক্রুটিং এজেন্টদের পূরণযোগ্য দশটি শর্ত:
১. লাইসেন্স প্রাপ্তির পর ন্যূনতম ৫ বছর সন্তোষজনক কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।
২. বিগত ৫ বছরে বিদেশে ন্যূনপক্ষে ৩,০০০ কর্মী প্রেরণের প্রমাণক থাকতে হবে।
৩. বিগত ৫ বছরের মধ্যে অন্তত ৩টি ভিন্ন গন্তব্য দেশে কর্মী প্রেরণ ও কর্মসংস্থানের অভিজ্ঞতা থাকতে হবে।
৪. প্রশিক্ষণ, মূল্যায়ণ, নিয়োগ এবং বিদেশে কর্মসংস্থানের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈধ লাইসেন্স থাকতে হবে।
৫. কর্মী প্রেরণকারী দেশের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক এজেন্টের সদাচরণের সনদ (Certificate of Good Conduct) থাকতে হবে।
৬. জবরদস্তিমূলক শ্রম, মানব পাচার, শ্রম আইন লঙ্ঘন, জোরপূর্বক অর্থ আদায়, অর্থপাচার বা অন্য আর্থিক অপরাধে জড়িত থাকার রেকর্ড থাকা যাবে না।
৭. নিজস্ব প্রশিক্ষণ ও মূল্যায়ন কেন্দ্র থাকতে হবে, যেখানে আবাসন, কারিগরি প্রশিক্ষণ সুবিধা ও দিকনির্দেশনা মডিউল (Induction module) থাকবে।
৮. ৫ জন আন্তর্জাতিক নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত সন্তোষজনক অভিবাসন কার্যক্রম সম্পাদনের প্রশংসাপত্র থাকতে হবে।
৯. কমপক্ষে ৩ বছর যাবৎ পরিচালিত, ন্যূনপক্ষে ১০,০০০ বর্গফুট আয়তনবিশিষ্ট স্থায়ী অফিস থাকতে হবে।
১০. বিদেশে কর্মী প্রেরণের ক্ষেত্রে গন্তব্য দেশের নিয়োগ প্রক্রিয়ার শর্তাবলি আইনসম্মত ও পদ্ধতিগতভাবে অনুসরণ করার প্রমাণক থাকতে হবে।
এখন বৈধ লাইসেন্সধারী বাংলাদেশি রিক্রুটিং এজেন্টদের ৭ নভেম্বর ২০২৫-এর মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে বলা হয়েছে। যারা দশটি নির্ধারিত শর্ত পূরণ করবে, তাদের কোনো ব্যত্যয় না ঘটিয়ে তালিকাভুক্ত করে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের সুযোগ দেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
 
                         
                    -300x200.jpg) 
            -300x200.jpg) 
             
            -300x200.jpg) 
             
             
             
             
             
             
                     
                    