ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

৩৭২ কোটি টাকা ব্যয়ে দুটি পৃথক প্রকল্পের অনুমোদন সরকারের

২০২৫ অক্টোবর ২৯ ০০:৪৪:৩০

৩৭২ কোটি টাকা ব্যয়ে দুটি পৃথক প্রকল্পের অনুমোদন সরকারের

নিজস্ব প্রতিবেদক: সরকার কুমিল্লা-লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ এবং বেগমগঞ্জ-সোনাইমুড়ী-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ৪-লেনে উন্নীত করার দুটি পৃথক প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এই প্রকল্প দুটিতে মোট ব্যয় হবে ৩৭২ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৩৮৩ টাকা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সচিবালয়ে ভার্চ্যুয়ালি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে ‘কুমিল্লা-লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ এবং বেগমগঞ্জ-সোনাইমুড়ী-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ৪-লেন সড়ক উন্নয়ন’ প্রকল্পের প্যাকেজ নং-পিডব্লিউ-০৬ এর পূর্ত কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন পেয়েছে। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মীর হাবিবুল আলমকে ১৮১ কোটি ৩৬ লাখ ২০ হাজার ৫৪৫ টাকায় এই প্যাকেজের পূর্ত কাজ ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এই প্যাকেজের আওতায় বেগমগঞ্জ-সোনাইমুড়ি-রামগঞ্জ সড়কের প্রশস্তকরণ, শক্তিশালীকরণ, শক্ত ফুটপাথ নির্মাণ, শক্ত কাঁধ, ৪টি ভিন্ন আকারের আরসিসি বক্স কালভার্ট, বাস-বে, পার্শ্ব সড়ক, সড়ক বিভাজনকারী, প্রতিরক্ষামূলক কাজ এবং সড়কের পাশের ড্রেন নির্মাণ করা হবে।

একই বিভাগের অপর এক প্রস্তাবের প্রেক্ষিতে, ‘কুমিল্লা-লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ এবং বেগমগঞ্জ-সোনাইমুড়ী-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ৪-লেন সড়ক উন্নয়ন’ প্রকল্পের প্যাকেজ নং-পিডব্লিউ-০৭ এর পূর্ত কাজের ক্রয় প্রস্তাবও উপদেষ্টা পরিষদ কমিটি অনুমোদন দিয়েছে। এই প্যাকেজের কাজটিও সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মীর হাবিবুল আলমকে ১৯১ কোটি ৫২ লাখ ১২ হাজার ৮৩৮ টাকায় দেওয়া হয়েছে।

প্যাকেজ নং-পিডব্লিউ-০৭ এর আওতায় বেগমগঞ্জ-সোনাইমুড়ি-রামগঞ্জ সড়কের প্রশস্তকরণ, শক্তিশালীকরণ, পৃষ্ঠতল নির্মাণ, শক্ত পেভমেন্ট, হার্ড শোল্ডার, ৫টি ভিন্ন আকারের আরসিসি বক্স কালভার্ট, বাস-বে, সাইড রোড, রোড ডিভাইডার, প্রতিরক্ষামূলক কাজ, রোড সাইড ড্রেন এবং সড়ক সুরক্ষা কাজ করা হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত