ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২
অপেক্ষার পরিসমাপ্তি, চূড়ান্ত ফল আসছে ৪৪তম বিসিএসের
নিজস্ব প্রতিবেদক :একই ক্যাডারে আগেই নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের বিষয়টি নিষ্পত্তি করতে বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪ সংশোধন করেছে সরকার। সংশোধিত বিধিমালার গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর ফলে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ৪৪তম বিসিএসের সংশোধিত ফলাফল প্রকাশের পথ প্রশস্ত হয়েছে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, সব প্রস্তুতি সম্পন্ন হলে চলতি সপ্তাহেই ফলাফল প্রকাশ করা হতে পারে।
পিএসসি সূত্র জানায়, একাধিকবার বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে একই ক্যাডারে পুনরায় সুপারিশ পাওয়া রোধ করতেই বিধি সংশোধন করা হয়েছে। পিএসসি প্রস্তাব পাঠানোর পর প্রধান উপদেষ্টার অনুমোদন সাপেক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) গেজেট আকারে তা প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস. এম. মতিউর রহমান বলেন, “আমরা গেজেট প্রকাশের বিষয়টি জেনেছি। আনুষ্ঠানিকভাবে পেলে সংশোধিত ফল প্রকাশের কার্যক্রম শুরু করা হবে।” তবে ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ জানাতে পারেননি তিনি।
৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২২ সালের ২৭ মে। প্রিলিতে উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন, লিখিত পরীক্ষায় ১১ হাজার ৭৩২ জন। দীর্ঘ প্রক্রিয়া শেষে চলতি বছরের ৩০ জুন এক হাজার ৬৯০ প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করে পিএসসি। তবে এতে প্রায় ৪০০ জন প্রার্থী আগের বিসিএসের একই ক্যাডারে নিয়োগপ্রাপ্ত থাকায় কিছু পদ শূন্য থেকে যাওয়ার শঙ্কা দেখা দেয়।
এমন পরিস্থিতিতে পিএসসি বিধি সংশোধনের উদ্যোগ নেয় এবং রিপিট ক্যাডারের তথ্য যাচাই করে পুনরায় ফল প্রকাশের প্রস্তাব করে। এর ফলে প্রায় দেড় হাজার প্রার্থীর চূড়ান্ত নিয়োগ অনিশ্চিত হয়ে পড়ে। তারা কয়েক দফায় মানববন্ধন করে দ্রুত সংশোধিত ফল প্রকাশ ও গেজেট জারির দাবি জানান।
নতুন বিধি অনুযায়ী, একই ক্যাডারে পুনরায় সুপারিশ পাওয়া বা আগ্রহহীন কোনো পদে মনোনয়ন প্রত্যাখ্যানকারী প্রার্থীদের সরকারে সুপারিশ করা থেকে বিরত থাকতে পারবে পিএসসি। এ কারণে যেসব পদ শূন্য থাকবে, সেখানে মেধাক্রম অনুসারে অন্য উত্তীর্ণ প্রার্থীদের সম্পূরক ফলাফলের মাধ্যমে সুপারিশ করা যাবে। তবে এই প্রক্রিয়ায় পূর্বে ঘোষিত ফলাফলে ইতোমধ্যে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের অবস্থানে কোনো পরিবর্তন ঘটবে না।
পিএসসি সূত্রে জানা গেছে, সংশোধিত ফল প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ফলাফল প্রকাশের পর দ্রুত নিয়োগ প্রক্রিয়াও শুরু হবে বলে আশা করা হচ্ছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি