ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

ব্রিটিশ হাইকমিশনার সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক

২০২৫ অক্টোবর ২৮ ১৭:১৫:১৩

ব্রিটিশ হাইকমিশনার সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক

নিজস্ব প্রতিবেদক :বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ৩টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া উইং।

বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

বৈঠক নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও রাজনৈতিক সূত্র জানায়, সেখানে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে অস্থিরতা বিরাজ করছে, তা নিয়েও কূটনৈতিক মহলে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আসছেন। এর ধারাবাহিকতায় বিএনপি নেতাদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং সুষ্ঠু নির্বাচনের দাবি নিয়ে আলোচনা করেছেন।

বৈঠক শেষে তাৎক্ষণিকভাবে আলোচনার বিস্তারিত জানা সম্ভব না হলেও বিএনপির একটি সূত্র জানিয়েছে, বিএনপি নেতৃত্ব ব্রিটিশ হাইকমিশনারকে বর্তমান রাজনৈতিক অবস্থা, নির্বাচন কমিশনের ভূমিকা এবং বিরোধী দলের প্রতি সরকারি আচরণ সম্পর্কে অবহিত করেছেন।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত