ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

সারা দেশে বিশেষ অভিযানে ১,৫৭০ জন গ্রেপ্তার

২০২৫ অক্টোবর ২৮ ১৬:৩৭:২৫

সারা দেশে বিশেষ অভিযানে ১,৫৭০ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :পুলিশ সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১,৫৭০ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানে ২টি টিপ বার্মিজ চাকু, ১টি ৭ এমএম পিস্তল, ১টি ৭.৭ এমএম পিস্তলের খালি ম্যাগজিন, ১টি ৭.৬২ পিস্তলের খালি ম্যাগজিন এবং ৭টি রামদা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানের মাধ্যমে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১,০৩৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫৩২ জনকে গ্রেপ্তার করা হয়। এর ফলে মোট গ্রেপ্তার সংখ্যা দাঁড়িয়েছে ১,৫৭০ জন।

পুলিশ জানিয়েছে, সন্ত্রাস ও অপরাধ দমনে সারা দেশে বিশেষ অভিযান চলমান থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত