ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

বাংলাদেশ বনাম আফগানিস্তান: খেলাটি সহজে সরাসরি(LIVE) দেখবেন যেভাবে

২০২৫ অক্টোবর ২৮ ১৫:৪৬:৫৫

বাংলাদেশ বনাম আফগানিস্তান: খেলাটি সহজে সরাসরি(LIVE) দেখবেন যেভাবে

সরকার ফারাবী: বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আজ (২৮ অক্টোবর ২০২৫) আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম যুব ওয়ানডেতে (ODI) ২৬৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ১৫ ওভার শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৬৭ রান। ম্যাচ জিততে বাংলাদেশের সামনে প্রয়োজনীয় রান-রেট (Required Run Rate) ৫.৬৮, অর্থাৎ বাকি ৩৫ ওভারে করতে হবে আরও ১৯৯ রান।

দুই দলের কাদশ:

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ একাদশ

আশিকুর রহমান শিবলী (ওপেনার/উইকেটকিপার), জিশান আলম (ওপেনার), রিজওয়ান (ব্যাটার), আহরার আমিন (অধিনায়ক/ব্যাটার), আরিফুল ইসলাম (পেস অলরাউন্ডার), মোহাম্মদ শিহাব জেমস (ব্যাটার), মাহফুজুর রহমান রাব্বি (স্পিন অলরাউন্ডার), মারুফ মৃধা (বাঁহাতি পেসার), রোহানাত দৌল্লাহ বর্ষণ (ফাস্ট বোলার), শেখ পারভেজ জীবন (অফ স্পিনার), ইকবাল হোসেন ইমন (ফাস্ট বোলার)।

আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ একাদশ

নসিব খান (ওপেনার), জামশিদ জাদরান (ওপেনার), নূর আলী জাদরান (অধিনায়ক/ব্যাটার), ওয়াহিদুল্লাহ সাফি (ব্যাটার), সোহাইল খান (অলরাউন্ডার), নাদিল্লাহ মাকাস (উইকেটকিপার), আল্লাহ মোহাম্মদ গাজানফার (অফ স্পিনার), খলিল আহমেদ (লেগ স্পিনার), ফারহান জিয়া (ফাস্ট বোলার), বশির আহমদ (ফাস্ট বোলার), হাসান ইসাখাইল (মিডিয়াম পেস বোলার)।

খেলাটি সরাসরি দেখবেন যেভাবে:

FanCode অ্যাপে (ভয়েজ/ভিডিও স্ট্রিমিং সহ) লাইভ স্ট্রিমিং অফার করা হয়েছে। FanCode

ইউটিউবেও “LIVE | Bangladesh vs Afghanistan | 1st Youth ODI” হিসেবে লাইভ স্ট্রিম দেখাচ্ছে।

ফেসবুকে Bangladesh vs Afghanistan 1st Youth ODI লিখে সার্চ করে পেতে পারেন।

লাইভ দেখতে এখানে অথবা এখানে ক্লিক করুন ।

ট্যাগ: বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ ম্যাচ বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম যুব ওয়ানডে ২০২৫ উজাইরুল্লাহ নিয়াজী সেঞ্চুরি ইকবাল হোসেন ইমন আজকের ক্রিকেট স্কোর বাংলাদেশ বনাম আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নিউজ আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দল বাংলাদেশ যুব ক্রিকেট লাইভ ক্রিকেট আপডেট ক্রিকেট ফলাফল আজ বাংলাদেশ আফগানিস্তান যুব সিরিজ ক্রিকেট খবর বাংলাদেশ Iqbal Hossain Emon AFG U19 vs BAN U19 Live Score Bangladesh U19 vs Afghanistan U19 1st Youth ODI Bogra Youth ODI Live Scorecard আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ স্কোর যুব ওয়ানডে লাইভ আপডেট Khalid Ahmadzai Score ২৮ অক্টোবর ২০২৫ Bogra Cricket Match ban vs afg u19 ban u19 vs afg u19 bangladesh vs afghanistan u19 ban u19 vs afg u19 match bangladesh vs afghanistan u19 today match ban u19 vs afg u19 live ban vs afg under 19 bangladesh u19 vs afghanistan u19 live

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ