ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২
বাংলাদেশ বনাম আফগানিস্তান: ব্যাটিংয়ে টাইগাররা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
সরকার ফারাবী: বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আজ (২৮ অক্টোবর ২০২৫) আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম যুব ওয়ানডেতে ব্যাট হাতে শুরুটা ভালো হলেও দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ ওভার শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৬৭ রান। ম্যাচ জিততে হলে বাকি ৩৫ ওভারে করতে হবে আরও ১৯৯ রান, প্রয়োজনীয় রান-রেট ৫.৬৮।
উজাইরুল্লাহর রেকর্ড গড়া শতকে লড়াকু পুঁজি আফগানদের
টসে হেরে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৫ রান তোলে। ইনিংসের শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন ওপেনার উজাইরুল্লাহ নিয়াজী। তিনি একাই খেলেন ১৩৭ বলে ১৪০ রানের দুর্দান্ত ইনিংস, যেখানে ছিল ১৬টি চার ও ১টি ছক্কা। এই ইনিংসটিই দলের মেরুদণ্ড হিসেবে কাজ করেছে।
তাকে কিছুটা সহায়তা করেন খালিদ আহমদজাই (৩৪) এবং ফয়সাল শিনোজাদা (৩৩)। তবে অন্য কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে না পারায় আফগানিস্তান নির্ধারিত ওভার শেষে ২৬৫ রানের মধ্যে থেমে যায়।
ইকবাল হোসেন ইমনের ৫ উইকেট, বোলিংয়ে বাংলাদেশের ভরসা
বাংলাদেশের পেসার ইকবাল হোসেন ইমন বোলিংয়ে দেখান দারুণ নিয়ন্ত্রণ। তিনি তার পুরো ১০ ওভারে ৫৭ রান দিয়ে তুলে নেন ৫টি গুরুত্বপূর্ণ উইকেট। তার মধ্যে ৪টি উইকেটই আসে লেগ বিফোর উইকেটের (LBW) মাধ্যমে—যা তার নিখুঁত লাইন ও লেংথের প্রমাণ।
এছাড়া রিজান হোসেন নেন ২টি উইকেট, আর আজিজুল হাকিম ও মোহাম্মদ সবুজ নেন একটি করে উইকেট।
ব্যাটিংয়ে ধাক্কা, লড়াইয়ে ফিরতে চেষ্টা করছে বাংলাদেশ
২৬৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও আশানুরূপ হয়নি বাংলাদেশের জন্য। দলের স্কোরবোর্ডে মাত্র ১৪ রান যোগ হতেই ওপেনার জাওয়াদ আবরার (১০) সাজঘরে ফেরেন। এরপর ১৫ রানের মাথায় অধিনায়ক আজিজুল হাকিম (০) আউট হন।
তৃতীয় আঘাত আসে রিফাত বেগ আউট হলে—তিনি করেন ২৬ রান। তখন দলের সংগ্রহ ৬০/৩।
এখন ব্যাট হাতে দলকে টেনে নিচ্ছেন কালাম সিদ্দিকী (২৭ বলে ৪১ রান, ৩টি চার) এবং তার সঙ্গে রিজান হোসেন (৭ বলে ৩ রান) অপরাজিত আছেন। তাদের দায়িত্ব এখন ইনিংসটি গুছিয়ে নেওয়া ও রানের চাপে দলকে ফিরিয়ে আনা।
আফগানিস্তানের হয়ে নূরিস্থানি ওমরজাই, ওয়াহিদুল্লাহ জাদরান ও জাইতুল্লাহ শাহীন প্রত্যেকে ১টি করে উইকেট নিয়েছেন।
খেলাটি দেখবেন যেভাবে:
FanCode অ্যাপে (ভয়েজ/ভিডিও স্ট্রিমিং সহ) লাইভ স্ট্রিমিং অফার করা হয়েছে। FanCode
ইউটিউবেও “LIVE | Bangladesh vs Afghanistan | 1st Youth ODI” হিসেবে লাইভ স্ট্রিম দেখাচ্ছে।
ফেসবুকে Bangladesh vs Afghanistan 1st Youth ODI লিখে সার্চ করে পেতে পারেন।
লাইভ দেখতে এখানে ক্লিক করুন ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা