ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

ক্রিকেটারদের কল্যাণে নতুন যাত্রা শুরু করল কোয়াব

২০২৫ অক্টোবর ২৮ ১৫:২৫:০৯

ক্রিকেটারদের কল্যাণে নতুন যাত্রা শুরু করল কোয়াব

নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশের ক্রিকেটারদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে নতুন করে যাত্রা শুরু করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সংগঠনের প্রথম ভার্চ্যুয়াল সভায় বর্তমান জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, নাইম শেখ, নাজমুল হোসেন শান্তসহ আরও কয়েকজন ক্রিকেটার এবং সাবেক খেলোয়াড়রা অংশগ্রহণ করেছেন।

সভায় কোয়াবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে এবং দায়িত্ববণ্টন সম্পন্ন করা হয়েছে। সদ্য দায়িত্ব নেওয়া সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, সংগঠনকে দেশের সব পুরুষ ও নারী ক্রিকেটারের আস্থার জায়গা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। ক্রিকেটারদের সুযোগ-সুবিধা নিশ্চিত করাই হবে তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

তিনি আরও বলেন, মাঠের ব্যস্ত সূচির বাইরে থেকেও ক্রিকেটারদের সহায়তা প্রদান এবং কোয়াবকে সুষ্ঠুভাবে পরিচালনা করা হবে। সংগঠনকে শক্তিশালী করতে সবার অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ