ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

২০২৫-২৬ অর্থবছরে সরকারি যানবাহন ক্রয় বন্ধ, বিদেশ ভ্রমণেও লাগাম

২০২৫ অক্টোবর ২৭ ২৩:৫৩:৩৪

২০২৫-২৬ অর্থবছরে সরকারি যানবাহন ক্রয় বন্ধ, বিদেশ ভ্রমণেও লাগাম

নিজস্ব প্রতিবেদক: সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে সব ধরনের যানবাহন ক্রয় খাতে অর্থ ব্যয় সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে সরকারি অর্থায়নে সব ধরনের বৈদেশিক সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। তবে, অত্যাবশ্যকীয় কিছু ক্ষেত্রে বিদেশ ভ্রমণের সুযোগ রাখা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ-১ থেকে জারি করা এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়েছে। ‘২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট প্রাক্কলন (পরিচালন ও উন্নয়ন) প্রণয়ন’ শীর্ষক এই পরিপত্রে অতিরিক্ত সচিব ড. জিয়াউল আবেদীন ২৬ অক্টোবর স্বাক্ষর করেছেন।

পরিপত্রে বলা হয়েছে, সরকারের অগ্রাধিকার খাতগুলোতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। মধ্যমেয়াদি বাজেট কাঠামো পদ্ধতির আওতায় সব মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য প্রতিষ্ঠানে চলতি অর্থবছরের বাজেট সুষ্ঠু ও সময়মতো বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে সংশোধিত বাজেট প্রণয়ন করা প্রয়োজন।

সংশোধিত বাজেট প্রাক্কলনের প্রধান নীতিমালাগুলো হলো:

সংশোধিত বাজেট প্রাক্কলন অবশ্যই মূল বাজেটের মোট ব্যয়সীমার (পরিচালন ও উন্নয়ন) মধ্যে সংকুলানযোগ্য হতে হবে এবং কোনো অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না।

মন্ত্রণালয়গুলো তাদের নীতি ও উদ্দেশ্য অর্জনে অগ্রাধিকারপ্রাপ্ত কার্যক্রম বাস্তবায়নে মূল বাজেটের মোট ব্যয়সীমার মধ্যে বরাদ্দ হ্রাস বা বৃদ্ধি করতে পারবে।

উন্নয়ন বাজেটের অব্যয়িত অর্থ কোনোক্রমেই পরিচালন বাজেটে স্থানান্তর করা যাবে না।

কৃচ্ছ্রসাধনের লক্ষ্যে গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপসমূহ:

যানবাহন ক্রয় বন্ধ: সব ধরনের যানবাহন (মোটরযান, জলযান, আকাশযান) ক্রয় খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় বন্ধ থাকবে। তবে, ১০ বছরের বেশি পুরোনো টিওএন্ডইভুক্ত যানবাহন প্রতিস্থাপনের ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে ব্যয় নির্বাহ করা যাবে।

ভূমি অধিগ্রহণ: পরিচালন বাজেটের আওতায় ভূমি অধিগ্রহণ খাতে অর্থ ব্যয় বন্ধ থাকবে। উন্নয়ন বাজেটের আওতায় অধিগ্রহণ কার্যক্রমের জন্য অর্থ বিভাগের পূর্বানুমোদন নিতে হবে।

বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণ: চলতি ২০২৫-২৬ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সরকারের নিজস্ব অর্থে সব প্রকার বৈদেশিক ভ্রমণ, ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়ামে অংশগ্রহণ বন্ধ থাকবে। তবে, অত্যাবশ্যকীয় ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ও অর্থ বিভাগের জারি করা নির্দিষ্ট পরিপত্র অনুযায়ী সীমিত আকারে বিদেশ ভ্রমণ করা যাবে।

ভবন নির্মাণ: শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয় সংশ্লিষ্ট স্থাপনা ব্যতীত নতুন আবাসিক ও অনাবাসিক ভবন নির্মাণ খাতে কেবলমাত্র ইতোমধ্যে ওয়ার্ক অর্ডার দেওয়া অর্থের পরিমাণ বরাদ্দ রাখা হবে।

এছাড়া, রাজস্ব ও মূলধন প্রাপ্তি, পরিচালন ব্যয় এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও এডিপি বহির্ভূত স্কিমের সংশোধিত প্রাক্কলন প্রণয়নের পদ্ধতি ও দিকনির্দেশনাও এই পরিপত্রে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে সরকার আর্থিক শৃঙ্খলা জোরদার করতে চাইছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত