ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

নির্বাচনে চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা পুলিশের রয়েছে: আইজিপি

২০২৫ অক্টোবর ২৭ ১৭:৩০:০৩

নির্বাচনে চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা পুলিশের রয়েছে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে এই চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা পুলিশের রয়েছে। তিনি মনে করেন, অতীতের নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের প্রতি জনমনে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে এসে জনগণের আস্থা অর্জনের একটি সুবর্ণ সুযোগ এনে দেবে এই নির্বাচন।

সোমবার (২৭ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সের এক বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।

সভায় ডিএমপি কমিশনার, র‍্যাব মহাপরিচালক, এসবি প্রধানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইজিপি নির্বাচনকে সামনে রেখে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার তৎপরতা বাড়ানো, গোয়েন্দা তথ্য সংগ্রহে জোর দেওয়া এবং অস্ত্র উদ্ধারে পুরস্কারের বিষয়ে প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন। তিনি পুলিশ কর্মকর্তাদের নির্বাচনী প্রশিক্ষণ নিবিড়ভাবে পরিচালনার নির্দেশ দেন এবং হয়রানি ছাড়া যথাসময়ে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিশ্চিত করার আহ্বান জানান।

এছাড়াও, গুম কমিশনে অভিযোগের ভিত্তিতে মামলা রুজু এবং বৈষম্যবিরোধী আন্দোলন থেকে উদ্ভূত মামলাগুলো গুরুত্ব সহকারে তদন্তের নির্দেশনা দেন আইজিপি। তিনি মামলার তদন্তের গুণগত মান বাড়ানোর ওপরও জোর দেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত