ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২
২৮ অক্টোবরের লগি-বৈঠা: দ্রুত বিচারের দাবি জামায়াত আমিরের
মো: আবু তাহের নয়ন :বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠা তাণ্ডবের ঘটনায় দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী দোষীদের শাস্তি প্রদান করা জরুরি। একই সঙ্গে, ওইদিন নিহতদের স্মরণে দলটি দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পরিচালনা করবে।
ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদ নির্বাচনের দিন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট দেশে লগি-বৈঠার তাণ্ডব চালায় এবং জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতের জনসভা আয়োজনের সময় সন্ত্রাসীরা লগি, বৈঠা, লোহার রড ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলা চালায়। সভা শুরু হলে চারপাশ থেকে গুলি ছুড়ে জনতার ওপর ঝাঁপিয়ে পড়া হয়।
তিনি আরও জানিয়েছেন, ওই হামলায় ঢাকাসহ সারাদেশে অন্তত ১৪ জন নিহত হন এবং সহস্রাধিক আহত হন। হামলাকারীরা নিহতদের মৃতদেহের ওপর নাচের ঘটনায় জাতি বিস্ময়ে পড়ে এবং বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রচারিত হয়। ডা. শফিকুর রহমান এই ঘটনাকে ‘পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছেন।
তিনি অভিযোগ করেন, ঘটনার পর দায়ের করা মামলাগুলো তখনকার সরকার প্রত্যাহার করে খুনিদের রক্ষা করেছিল, যা পরবর্তীতে দেশে রাজনীতিশূন্যতার প্রক্রিয়া শুরু করে। তিনি বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণআন্দোলনের মাধ্যমে দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও, ২৮ অক্টোবরের খুনিদের বিচার না হলে গণতন্ত্রের প্রতিষ্ঠা অসম্পূর্ণ থেকে যাবে।
ডা. শফিকুর রহমান নিহতদের ‘শহীদ’ হিসেবে অভিহিত করে তাদের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং আহতদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন। এছাড়া, তিনি জানিয়েছেন, স্মরণে মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হবে এবং সংগঠনের সব পর্যায়কে এসব কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- শ্রীলঙ্কা বনাম পাকিস্তান: বছরের শুরুতেই হাইভোল্টেজ ম্যাচ-দেখুন সরাসরি