ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

বাংলাদেশ বনাম ভারত ফুটবল ম্যাচ; খেলা কবে-টিকিট পাবেন যেভাবে

২০২৫ অক্টোবর ২৭ ১১:০০:২৯

বাংলাদেশ বনাম ভারত ফুটবল ম্যাচ; খেলা কবে-টিকিট পাবেন যেভাবে

সরকার ফারাবী: এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে আবারও মুখোমুখি হচ্ছে দক্ষিণ এশিয়ার দুই ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। এই বহু প্রতীক্ষিত ফুটবল লড়াই সরাসরি মাঠে উপভোগের সুযোগ পাচ্ছেন ফুটবলপ্রেমীরা। দর্শকদের জন্য বড় খবর হলো, ম্যাচের টিকিট বিক্রির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

এই ম্যাচের টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে জনপ্রিয় অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘কুইকেট’ (Kwiket)।

টিকিট বিক্রির সময়সূচি ও পদ্ধতি:

বিক্রি শুরুর তারিখ: ৯ই নভেম্বর (শনিবার)

সময়: দুপুর ২টা থেকে

মাধ্যম: অনলাইন প্ল্যাটফর্ম ‘কুইকেট’-এর (Kwiket) মাধ্যমে বিক্রি করা হবে সব টিকিট।

গুরুত্বপূর্ণ তথ্য:

ম্যাচের নির্ধারিত দিনের ঠিক ৯ দিন আগে থেকেই টিকিট বিক্রি শুরু হচ্ছে। মাঠে বসে বাংলাদেশের ফুটবলারদের সরাসরি উৎসাহ দিতে ইচ্ছুক সমর্থকদের নির্ধারিত সময়ে কুইকেট ওয়েবসাইটে প্রবেশ করে টিকিট সংগ্রহের আহ্বান জানানো হয়েছে। সীমিত সংখ্যক টিকিটের কারণে ভক্তদের সময়মতো অনলাইনে লগইন করতে পরামর্শ দেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ