ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

ডিজিটাল মিডিয়ায় সতর্ক থাকার আহ্বান প্রেস সচিবের

২০২৫ অক্টোবর ২৬ ১২:২৬:৫৩

ডিজিটাল মিডিয়ায় সতর্ক থাকার আহ্বান প্রেস সচিবের

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভিউ বাণিজ্যের কারণে অনেক মানুষের জীবন বিপন্ন হতে পারে।

শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর গুলশান হোটেল লেকশো হাইটসে অনুষ্ঠিত এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

প্রেস সচিব সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি সকলকে বলব, যারা অভিজ্ঞ, সাংবাদিকতার ইথিক্স বোঝেন এবং প্রত্যেকটি শব্দের গুরুত্ব জানেন—তাদেরকে নিয়োগ দিন। একটা ভুল শব্দ যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারে, কিংবা মানুষকে দুর্বল অবস্থায় ফেলে দিতে পারে। শুধু ভিউ পাওয়ার জন্য কাউকে নিয়োগ দেওয়া উচিত নয়। ভিউ পাওয়ার লোভে অনেকের জীবন বিপন্ন হতে পারে।

শফিকুল আলম আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে কিছু মিডিয়া গুজব ছড়াতে পারে, এবং ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে এই চ্যালেঞ্জ আরও বেশি। তিনি সবাইকে এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, ফটোকার্ড বানিয়ে অনেকে বিভিন্ন ব্যক্তির বক্তব্য বা ভুয়া সংবাদ ছড়াচ্ছে, যা উদ্বেগের বিষয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর পরিচালক রশিদ আহমেদ হোসাইনী, ঢাকা পোস্ট সম্পাদক কামরুল ইসলাম, কালবেলার অনলাইন প্রধান পলাশ মাহমুদ, ডিজিটাল মিডিয়া ফোরামের সভাপতি দেলোয়ার হোসেন, দীপ্ত টিভির অনলাইন ইনচার্জ মাসুদ বিন আব্দুর রাজ্জাক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উল্লেখযোগ্যভাবে, অনুষ্ঠানে ডিজিটাল, প্রিন্ট ও টেলিভিশন বিভাগের ১৯টি ক্যাটাগরিতে সেরা কনটেন্ট ও রিপোর্ট তৈরিকারীদের পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত