ঢাকা, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

ভারতের মাটিতে বিশ্বকাপে অংশ নিচ্ছে না পাকিস্তান

২০২৫ অক্টোবর ২৫ ১৫:৫০:৪৭

ভারতের মাটিতে বিশ্বকাপে অংশ নিচ্ছে না পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য জুনিয়র হকি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) শুক্রবার পিটিআইকে এই তথ্য নিশ্চিত করেছে।

এফআইএইচ জানিয়েছে, ২৮ নভেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চেন্নাই ও মাদুরাইয়ে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় পাকিস্তানের পরিবর্তে কোন দল অংশ নেবে, তা শিগগিরই ঘোষণা করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “পাকিস্তান হকি ফেডারেশন আন্তর্জাতিক হকি ফেডারেশনকে জানিয়েছে, তারা এফআইএইচ পুরুষ জুনিয়র হকি বিশ্বকাপ ২০২৫-এ অংশগ্রহণ করবে না। দলটির স্থলাভিষিক্ত কোন দল খেলবে, তা শীঘ্রই জানানো হবে।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত