ঢাকা, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২
ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল: ৯০ মিনিট শেষ, দেখুন ফলাফল
সরকার ফারাবী: মেজর লিগ সকারের (এমএলএস) প্রথম রাউন্ডে ইন্টার মিয়ামি সিএফ (Inter Miami CF) নিজেদের শক্তিমত্তার পরিচয় দিচ্ছে পুরো দমে। ন্যাশভিল এসসি (Nashville SC)-এর বিপক্ষে ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষ, চলছে অতিরিক্ত সময়। এই মুহূর্তে লিওনেল মেসি ও তাদেও আলেন্দের গোলে ২–০ ব্যবধানে এগিয়ে রয়েছে মিয়ামি।
মেসি ও আলেন্দের জোড়া আঘাতে এগিয়ে মিয়ামি
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে মিয়ামি। খেলার ১৯ মিনিটে লিওনেল মেসির জাদুকরি স্পর্শে আসে প্রথম গোল। এরপর দ্বিতীয়ার্ধে, ম্যাচের ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তাদেও আলেন্দে। এই দুই গোলেই কার্যত ন্যাশভিলকে ছিটকে দিয়েছে মিয়ামি।
জয় এখন সময়ের অপেক্ষা
ম্যাচের শেষ দিকে ন্যাশভিল কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ইন্টার মিয়ামির জয়ের সম্ভাবনা দাঁড়িয়েছে ৯৮.৯%—ড্রয়ের সম্ভাবনা মাত্র ১%, আর ন্যাশভিলের জয়ের সম্ভাবনা প্রায় শূন্য (০.১%)।
পরিসংখ্যানে স্পষ্ট মিয়ামির দাপট
বল দখলে মিয়ামি সামান্য এগিয়ে (৫৩% বনাম ৪৭%) থাকলেও পাসিং অ্যাকুরেসিতে তাদের নিখুঁততা ছিল চমকপ্রদ—মিয়ামির ৯৩% পাস সফল, যেখানে ন্যাশভিলের ৮৩%। পুরো ম্যাচে মিয়ামি দিয়েছে ৩৬৯টি পাস, ন্যাশভিল ৩০১টি।
আক্রমণের দিক থেকেও ব্যবধান স্পষ্ট। ন্যাশভিলের মাত্র ৩টি শটের বিপরীতে মিয়ামি নিয়েছে ১১টি শট, যার মধ্যে ৫টি ছিল অন টার্গেটে। অন্যদিকে ন্যাশভিল অন টার্গেট রাখতে পেরেছে মাত্র ১টি। কর্নারেও এগিয়ে মিয়ামি (৪ বনাম ২)।
কার্ড ও ফাউলের হিসাব
পুরো ম্যাচে ইন্টার মিয়ামি করেছে ১০টি ফাউল এবং পেয়েছে ২টি হলুদ কার্ড। ন্যাশভিল করেছে ১৪টি ফাউল, পেয়েছে ১টি হলুদ কার্ড। দুই দলই লাল কার্ড এড়াতে সক্ষম হয়েছে।
দুর্দান্ত সূচনা মিয়ামির
সব মিলিয়ে, ২–০ গোলের এই ব্যবধান ধরে রাখতে পারলে এমএলএস মৌসুমের শুরুতেই এক প্রভাবশালী জয় তুলে নেবে ইন্টার মিয়ামি। মেসি ও আলেন্দের পারফরম্যান্সে উজ্জীবিত দলটি ইতিমধ্যেই সমর্থকদের মাঝে জয়ের উল্লাস ছড়িয়ে দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা