ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২
গরুর সঙ্গে ধাক্কা লেগে ব্রাজিল ফুটবলারের মর্মান্তিক মৃ'ত্যু
স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের উদীয়মান ফুটবল তারকা অ্যান্টনি ইয়লানো এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। পিয়াউই এস্পোর্তে ক্লাবের ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডের আকস্মিক মৃত্যুতে স্থানীয় ফুটবল অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনাটি গত ২০ অক্টোবর ভোরে পিয়াউই রাজ্যের বিআর–৩৪৩ মহাসড়কে ঘটে। স্থানীয় সময় রাত ৩টা ২৫ মিনিটে ইয়লানো মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি সেদিন তার বাবার জন্মদিনের অনুষ্ঠান শেষে ফিরছিলেন বলে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে। বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়া একটি গরুর সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে।
সংঘর্ষের পর ইয়লানোর মোটরসাইকেলটি ছিটকে পড়ে এবং গরুটিও কিছুক্ষণের মধ্যে মারা যায়। ফেডারেল হাইওয়ে পুলিশের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলেই ইয়লানো গুরুতর আহত হন। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হন। তিনি হেলমেট পরেছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি, তবে প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতিকেই দুর্ঘটনার মূল কারণ হিসেবে উল্লেখ করেছে পুলিশ।
ইয়লানোর ক্লাব পিয়াউই এস্পোর্তে ক্লুব এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, "আমরা গভীর শোকে আচ্ছন্ন। অ্যান্টনি ইয়লানো মাঠে ও মাঠের বাইরে একজন আদর্শ তরুণ ছিলেন। তিনি ২০২৪ সাল থেকে আমাদের পরিবারের অংশ ছিলেন এবং অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।" তার সাবেক দুই ক্লাব আসোসিয়াসাও আতলেতিকা দি আলতোস এবং ফ্লুমিনেন্সে–পিআই–ও ইয়লানোর প্রতি শ্রদ্ধা জানিয়েছে।
ইয়লানো ২০২৩ সালে সিরি–সি লিগে আলতোসের হয়ে রেমোর বিপক্ষে পেশাদার ফুটবলে অভিষেক করেন। অনূর্ধ্ব–২০ দলে তার গোলসংখ্যা ছিল ২৮টি। আসন্ন কোপা দো ব্রাজিল অনূর্ধ্ব–২০ এবং মর্যাদাপূর্ণ কোপা সাও পাওলো জুনিয়র টুর্নামেন্টে পিয়াউইয়ের হয়ে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের খেলাটি সরাসরি (LIVE) দেখুন এখানে
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: ২ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার খেলা, সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি (LIVE) দেখুন
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২৫ মিনিটে গোল-সরাসরি দেখুন
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখে নিন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)