ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২
নির্বাচন ঘিরে জল্পনা: মাহফুজ-আসিফের সিদ্ধান্ত কোথায়?
নিজস্ব প্রতিবেদক :অন্তর্বর্তী সরকারে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে শপথ নেওয়া দুই উপদেষ্টা, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ, আসন্ন নির্বাচনে অংশ নেবেন কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা তীব্র। নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন আসিফ মাহমুদ, তবে তিনি স্বতন্ত্রভাবে নাকি কোনো দলের প্রার্থী হবেন, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে মাহফুজ আলম নির্বাচনে প্রার্থী হতে পারেন, এমন ইঙ্গিত দিয়েছেন তার ভাই মাহবুব আলম।
সাম্প্রতিক সময়ে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে কয়েকজন উপদেষ্টার বিষয়ে আপত্তি জানিয়েছেন। এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত এক খবরে বলা হয়, সরকারের শীর্ষ পর্যায়ে দুই উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে সূত্র বলছে, নির্বাচনকে ঘিরে নানা রাজনৈতিক সমীকরণে তারা এখনই পদত্যাগের পরিকল্পনা করছেন না।
জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে তিনজন শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে জায়গা পান মাহফুজ, আসিফ ও নাহিদ ইসলাম। পরে নাহিদ ইসলাম পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। নাহিদ ইসলামের পদত্যাগের পর শিক্ষার্থী উপদেষ্টাদের সরকারের ওপর প্রভাবও কিছুটা কমে গেছে। ফলে বাকি দুই উপদেষ্টার পদত্যাগ হলে এনসিপি-সরকার সম্পর্কের ক্ষেত্রে ফাটল ধরার শঙ্কা দেখা দিয়েছে।
এনসিপি নেতারা নির্বাচনকে কেন্দ্র করে দুই শিক্ষার্থী উপদেষ্টার পদত্যাগ চাওয়ার বিষয়টি সন্দেহজনক হিসেবে দেখছেন। তাদের বক্তব্য, সরকারের গঠনের সময় নানা পক্ষের পরামর্শ ও সমন্বয়ের ভিত্তিতে শিক্ষার্থী উপদেষ্টাদের স্থান দেওয়া হয়েছিল। কিন্তু নির্বাচন ও রাজনৈতিক প্রচারণার আগে এনসিপির সঙ্গে তাদের মিলিয়ে পদত্যাগ বা সমর্থনের নির্দেশকে উদ্দেশ্যমূলক মনে করছেন তারা।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন মন্তব্য করেছেন, ‘যদি কেবল পূর্বের রাজনৈতিক পরিচয় বা কোনো দলের সঙ্গে সম্পর্ককে ভিত্তি করে উপদেষ্টাদের দলীয় হিসেবে দেখার প্রবণতা থাকে, তাহলে সরকারের অন্য অনেক উপদেষ্টার ক্ষেত্রেও একই যুক্তি প্রযোজ্য। বহুজনই বিএনপি ও জামায়াতের সঙ্গে গভীর সখ্যতা বজায় রেখেছেন। ফলে এই ধরনের জায়গা পুনর্গঠনের প্রয়োজন দেখা দেয়।’
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস