ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

‘নতুন বাংলাদেশে শারীরিক-মানসিক সুস্থতার কথা ভাবতে হবে’

২০২৫ অক্টোবর ২৪ ১৭:৫০:১০

‘নতুন বাংলাদেশে শারীরিক-মানসিক সুস্থতার কথা ভাবতে হবে’

সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আগামী বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য শারীরিক ও মানসিক সুস্থতার দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। সুস্থ ভ্রুণের জন্ম দিতে নিউট্রিশন ও মানসিক স্বাস্থ্য (মেন্টাল হেলথ) নিশ্চিত করা তরুণ সমাজের দায়িত্ব।

শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের সমাজসেবা অধিদপ্তরের অডিটরিয়ামে অনুষ্ঠিত ন্যাশনাল নিউট্রিশন ও ওয়েলনেস সামিট-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা শারমীন তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে বলেন, ইসলাম আমাদের প্রথম শিক্ষা দেয় সবার সঙ্গে ভালো ব্যবহার, সম্মান ও গ্রহণযোগ্যতা। আমাদের বাংলাদেশে সব ধর্মের মানুষই রয়েছে। আজকের তরুণ সমাজের মধ্যে বোধোদয় ও সামাজিক দায়বোধ বাড়াতে হবে। এর মাধ্যমে তারা সমাজে সবাইকে নিয়ে চলতে এবং দেশকে এগিয়ে নিতে পারবে।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের অধিকাংশ জনগোষ্ঠী তরুণ। দেশের ভবিষ্যৎ তাদের হাতে। সামাজিক সংগঠনগুলোকে নতুনভাবে ভাবতে হবে, দুর্নীতিগ্রস্ত সমাজকে সুস্থ ও সুন্দরভাবে গড়তে হবে। এই স্বপ্নের মূলে রয়েছে আমাদের ৫৪ বছর আগে মুক্তিযুদ্ধের সময় দেখানো আগ্রহ ও আশা। সেই স্বপ্নকে পুনরায় সচল করা জরুরি।

উদ্বোধন অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান এবং সেরাক বাংলাদেশ সংগঠনের এক্সিকিউটিভ ডিরেক্টর এসএম সৈকত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া নিরাপদ অ্যালায়েন্সের ভাইস চেয়ারম্যান ফাতিন সাদাব লিয়ান, সাধারণ সম্পাদক মাসুম মুহাম্মদ, এবং আনকোরা, মিশন গ্রীন বাংলাদেশ, হার্টওয়াইজ, নিউট্রিশন, নিউট্রিফিকেশনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত