ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার প্রক্রিয়া স্থগিত

২০২৫ অক্টোবর ২৪ ১৭:৪২:১৮

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার প্রক্রিয়া স্থগিত

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করার বিষয়টি আপাতত স্থগিত করা হচ্ছে। আগামী রোববার (২৬ অক্টোবর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হতে পারে। গত ১২ অক্টোবর সরকার কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ হিসেবে ঘোষণা করেছিল।

বিষয়টি কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির দায়িত্বশীল সূত্র সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে কেন এই স্থগিতাদেশ নেওয়া হচ্ছে, তা এখনও প্রকাশ্যে আসেনি।

আন্তর্জাতিক ফ্লাইট চালু হওয়ার পরিকল্পনা অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কলকাতা-কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা শুরু করার কথা ছিল। এর আগে, চলতি বছরের ২ অক্টোবর দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোকে কক্সবাজার বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার বিষয়ে চিঠি দেওয়া হয়েছিল। ১২ অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ-১ শাখা প্রজ্ঞাপন জারি করে বিমানবন্দরটিকে আন্তর্জাতিক হিসেবে ঘোষণা করে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত