ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২
সিলেট-১: আসনটি কি সরকারের চাবিকাঠি?
নিজস্ব প্রতিবেদক :সিলেট-১ আসনটি বাংলাদেশে অত্যন্ত মর্যাদাপূর্ণ বলে বিবেচিত, কারণ এই আসন থেকে যে দলের প্রার্থী জয়লাভ করেছে, সেই দলই প্রায়শই সরকার গঠন করে। ১৯৯১ সাল থেকে ২০০৮ সালের মধ্যে অনুষ্ঠিত প্রতিটি সাধারণ নির্বাচনের পরিসংখ্যান এই কথাটিকে প্রমাণ করে। অতীতের উদাহরণ হিসেবে, সিলেট-১ থেকে আওয়ামী লীগের প্রয়াত নেতা হুমায়ুন রশিদ চৌধুরী জাতীয় সংসদের স্পিকার হন।
এ আসনে এবারও বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থী মনোনয়নপ্রত্যাশী। বিএনপি চেয়ারপারসনের দুই উপদেষ্টা আরিফুল হক চৌধুরী এবং খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট-১ আসনে প্রার্থী হতে চান। আরিফুল লন্ডন সফর শেষে ঢাকায় দলের বৈঠকে অংশ নিয়ে প্রার্থীতা ঘোষণা করেছেন, আর মুক্তাদির প্রবাসীদের সঙ্গে নিউইয়র্কে মতবিনিময় সভায় প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেছেন। ইতিমধ্যেই জামায়াতও তাদের প্রার্থী বদল করেছে এবং জেলা আমির মাওলানা হাবিবুর রহমানকে সিলেট-১ আসনে মনোনীত করা হয়েছে।
সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। সাবেক এমপি ইলিয়াস আলীর প্রভাব ও গ্রহণযোগ্যতার কারণে অন্যান্য প্রার্থীরা সুবিধা করতে পারছেন না। এই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের মধ্যে শীর্ষ প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে।
সিলেট-৩ আসনে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক এবং ব্যারিস্টার এম এ সালামের মধ্যে প্রার্থীতা নিয়ে জোর প্রতিদ্বন্দ্বিতা চলছে। সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ জামায়াত থেকে প্রার্থী, এছাড়া এনসিপির প্রার্থী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।
সিলেট-৪ ও সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সংখ্যা সর্বাধিক। সিলেট-৪ আসনে প্রার্থী হিসেবে আরিফুল হক চৌধুরীর নাম চূড়ান্ত হলেও তিনি সিলেট-১ আসনেই মনোনয়ন চান। সিলেট-৫ আসনে জামায়াতের প্রার্থী হাফিজ মাওলানা আনোয়ার হোসেন হলেও এখানে বিএনপি ও ইসলামপন্থি দলগুলোর প্রভাব বেশি।
সিলেট-৬ আসনেও বিএনপির মনোনয়নপ্রত্যাশী একঝাঁক, যাদের মধ্যে অনেকেই চৌধুরী বংশের। সম্প্রতি জামায়াতের প্রার্থী বদল করে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ জানিয়েছেন, সিলেটের ১৯টি আসনে ধানের শীষের একক প্রার্থী দেওয়া হয়েছে এবং দলের স্বার্থে প্রয়োজনে আসন ছাড় দেওয়ার বিষয়েও মাঠের নেতারা প্রস্তুত।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস