ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২
বাংলাদেশ বনাম থাইল্যান্ড ফুটবল ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
সরকার ফারাবী: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ, শুক্রবার, আন্তর্জাতিক মঞ্চে ফিরছে বাংলাদেশ নারী ফুটবল দল। থাইল্যান্ডের বিপক্ষে ফিফা অনুমোদিত প্রীতি ম্যাচে মাঠে নামছে লাল-সবুজের মেয়েরা। আসন্ন AFC নারী এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে দুই ম্যাচের এই সিরিজে অংশ নিচ্ছে দলটি। আজকের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
জুলাই মাসের পর এটাই বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতির পাশাপাশি এশিয়ান কাপের প্রস্তুতিকে আরও দৃঢ় করার লক্ষ্য নিয়েই মাঠে নামছে কোচ গোলাম রব্বানীর শিষ্যারা।
এদিকে, ম্যাচটি সরাসরি দেখার আগ্রহও তুঙ্গে ভক্ত-সমর্থকদের মধ্যে। দর্শকদের সুবিধার্থে ম্যাচটি কোথায় ও কীভাবে দেখা যাবে, তা নিয়েও রয়েছে স্পষ্ট দিকনির্দেশনা।
বাংলাদেশ বনাম থাইল্যান্ড: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
ফিফা নারী প্রীতি ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হতে পারে থাইল্যান্ডের অফিসিয়াল অনলাইন চ্যানেলগুলোতে। দর্শকরা সহজেই Changsuek Official ইউটিউব চ্যানেল এবং Thai Women’s Football ফেসবুক পেজে লাইভ দেখতে পারবেন ম্যাচটি।
এশিয়ান কাপের প্রস্তুতির এই সিরিজ বাংলাদেশের মেয়েদের জন্য বড় চ্যালেঞ্জ। তাই আজকের ম্যাচকে ঘিরে প্রত্যাশা যেমন তুঙ্গে, তেমনি আত্মবিশ্বাসও উঁচুতে লাল-সবুজ শিবিরে। এই চ্যানেলগুলো ফলো রাখলে সহজেই ম্যাচটি লাইভ দেখা যেতে পারে:
১. ইউটিউব (YouTube):
দর্শকরা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন: Changsuek Official। এটি থাইল্যান্ডের একটি চ্যানেল যার সাবস্ক্রাইবার সংখ্যা ১ মিলিয়নেরও বেশি। এই অফিসিয়াল চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচার হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
২. ফেসবুক (Facebook):
ফেসবুক ব্যবহারকারীরা এই পেজটিতে চোখ রাখতে পারেন: Thai Women's Football। এই অফিসিয়াল ফেসবুক পেজটিতে প্রায় ১৬৮ হাজার ফলোয়ার রয়েছে। ইউটিউব এবং ফেসবুক এই দুটি চ্যানেল অনুসরণ করলে ম্যাচটি লাইভ দেখা যেতে পারে।
ম্যাচের প্রস্তুতি এবং গুরুত্ব
বর্তমানে বাংলাদেশ নারী ফুটবল দল প্রধান কোচ পিটার বাটলারের নেতৃত্বে থাইল্যান্ডের ব্যাংককে অবস্থান করছে। এই সফরে দুই ম্যাচের সিরিজ খেলবে তারা, আর আজ অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ।
গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল জানিয়েছেন, দল ইতোমধ্যে সফলভাবে দ্বিতীয় দিনের অনুশীলন সম্পন্ন করেছে। কোচিং স্টাফরা খেলোয়াড়দের টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দিকগুলো নিয়ে নিবিড়ভাবে কাজ করছেন, যেন মাঠে সর্বোচ্চ পারফরম্যান্স পাওয়া যায়। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, কোচ যেভাবে নির্দেশনা দিয়েছেন, মেয়েরা সেভাবেই মনোযোগের সঙ্গে কাজ করছে।
ফুটবল বিষয়ক ওয়েবসাইট ‘সকারওয়ে’ জানায়, ২০১৩ সালের পর এই প্রথম সিনিয়র পর্যায়ে থাইল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। যদিও অতীতে বড় ব্যবধানে হেরেছিল লাল-সবুজের মেয়েরা, তবে এই সময়ে বাংলাদেশ নারী ফুটবল অনেক এগিয়েছে র্যাঙ্কিংয়ে উন্নতি এসেছে, খেলার মান ও সাংগঠনিক সংস্কৃতিতেও পরিবর্তন ঘটেছে। ফলে বিশেষজ্ঞরা মনে করছেন, এবার দুই দলের ব্যবধান আগের চেয়ে অনেকটাই কম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস