ঢাকা, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

আজ বাংলাদেশ বনাম থাইল্যান্ড ফুটবল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ

২০২৫ অক্টোবর ২৪ ১৫:৫৪:৪৩

আজ বাংলাদেশ বনাম থাইল্যান্ড ফুটবল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে আজ আবারও আন্তর্জাতিক মঞ্চে দেখা যাবে বাংলাদেশ নারী ফুটবল দলকে। ফিফা অনুমোদিত নারী প্রীতি ম্যাচে লাল-সবুজরা নামছে থাইল্যান্ডের বিপক্ষে। এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC) নারী এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই দুই ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হচ্ছে।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে।

থাইল্যান্ডে চলছে জোর প্রস্তুতি

বাংলাদেশ দল বর্তমানে ব্যাংককে অবস্থান করছে এবং ম্যাচের আগে চলছে নিবিড় অনুশীলন।প্রধান কোচ পিটার বাটলার পুরো স্কোয়াডকে নিয়ে খেলোয়াড়দের শারীরিক ও ট্যাকটিক্যাল দিক আরও দৃঢ় করার চেষ্টা করছেন।

গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল জানিয়েছেন, দল দ্বিতীয় দিনের অনুশীলন সফলভাবে শেষ করেছে। খেলোয়াড়রা নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠতে ও প্রতিপক্ষের শক্তি মোকাবিলায় কাজ করছে।

তিনি বলেন, আলহামদুলিল্লাহ, কোচ যেভাবে নির্দেশনা দিয়েছেন, মেয়েরা সেভাবেই কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সবাই খুব মনোযোগীভাবে ট্রেনিং করছে। আমরা কোচিং স্টাফ হিসেবে তাদের প্রতিটি ধাপে সহযোগিতা দিচ্ছি।

তিনি আরও যোগ করেন, টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দিক থেকে যেসব পরামর্শ প্রয়োজন, আমরা তা দিচ্ছি। লক্ষ্য একটাই মাঠে সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করা।

ম্যাচটি কেন গুরুত্বপূর্ণ

আসন্ন AFC নারী এশিয়ান কাপকে সামনে রেখে এই ম্যাচ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি। পাশাপাশি, ফিফা র‍্যাঙ্কিংয়ে উন্নতি করাও দলের আরেকটি লক্ষ্য।

ফুটবল বিশ্লেষণ ওয়েবসাইট ‘সকারওয়ে’ জানায়, ২০১৩ সালের পর এই প্রথম থাইল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী দল।

তখন এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ ৯–০ গোলে হেরেছিল। তবে এরপর থেকে নারী ফুটবলে বাংলাদেশ অনেকটা এগিয়েছে র‍্যাঙ্কিং, অভিজ্ঞতা এবং খেলার মান সবদিকেই উন্নতি এসেছে।

এই ম্যাচের মাধ্যমে জুলাই মাসের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক মঞ্চে নামছে লাল-সবুজের মেয়েরা।

যেভাবে লাইভ দেখা যাবে ম্যাচটি

ম্যাচটি সরাসরি সম্প্রচার হতে পারে থাইল্যান্ডের অফিশিয়াল অনলাইন চ্যানেলগুলোতে। দর্শকরা নিচের প্ল্যাটফর্মগুলোতে ম্যাচটি দেখতে পারবেন—

YouTube:

সার্চ করুন: Changsuek Official

এটি থাইল্যান্ডের অফিসিয়াল চ্যানেল, যার সাবস্ক্রাইবার ১ মিলিয়নের বেশি। এখানে ম্যাচটি সরাসরি দেখানো হতে পারে।

Facebook:

সার্চ করুন: Thai Women’s Football

প্রায় ১.৭ লাখ ফলোয়ারসহ এই অফিসিয়াল পেজেও ম্যাচটি সম্প্রচারের সম্ভাবনা রয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত