ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

বিতর্কিত ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের সংকেত

২০২৫ অক্টোবর ২৪ ১৫:৪৪:৫১

বিতর্কিত ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের সংকেত

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে সম্প্রতি দুই ছাত্র প্রতিনিধিকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তারা আরও কিছু সময় নেবার অনুরোধ করেছেন। বিষয়টি নিয়ে বর্তমানে সমালোচনার সৃষ্টি হয়েছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই দুই উপদেষ্টা।

সরকারের একটি সূত্র জানিয়েছে, মাহফুজ আলম জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কোনো আগ্রহ দেখাচ্ছেন না। তিনি এখনো অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকতে চান। অন্যদিকে আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করতে পারেন, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

গত ১৪ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বর্তমানে উপদেষ্টা পরিষদে ২৩ জন সদস্য রয়েছেন, যার মধ্যে দুইজন ছাত্র প্রতিনিধি।

জাতীয় নির্বাচনের প্রস্তুতির মধ্যেই প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে তিনটি রাজনৈতিক দল। বিএনপি, জামায়াত ও এনসিপি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই বিষয়টি তুলে ধরেছে। এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায়ও অন্যান্য দল সরকারকে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে বলেছে।

বর্তমানে গুঞ্জন রয়েছে যে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিতর্কিত ও দলীয় সদস্যদের বাদ দেওয়ার জন্য প্রধান রাজনৈতিক দলগুলো চাপ দিচ্ছে। এমন পরিস্থিতিতে উপদেষ্টাদের কেউ কেউ সম্মানের সঙ্গে পদত্যাগের কথা ভাবছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত