ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

কেন এবার ডিভি লটারিতে নেই বাংলাদেশ ?

২০২৫ অক্টোবর ২৪ ১৫:১৭:০৬

কেন এবার ডিভি লটারিতে নেই বাংলাদেশ ?

নিজস্ব প্রতিবেদক :আবারও তুমুল আলোচনার কেন্দ্রে এসেছে যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি)। বাংলাদেশের নাম ২০২৬ সালের ডিভি লটারির তালিকায় না থাকার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। তবে বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৬ সালের ডিভি লটারিতে বাংলাদেশের নাম না থাকার খবরকে ‘নতুন দুঃসংবাদ’ শিরোনামে প্রকাশ করেছে দৈনিক জনকণ্ঠ ও আজকের কণ্ঠের একটি ফেসবুক পেজ। একই ধরনের তথ্য বিভিন্ন প্রোপাগান্ডা পেইজ থেকেও ফটোকার্ড আকারে শেয়ার করা হচ্ছে। তবে এটি কোনো নতুন ঘটনা নয়। ২০১২ সাল থেকে ডিভি লটারির তালিকায় বাংলাদেশ consistently নেই। ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে ৫০ হাজারেরও বেশি বাংলাদেশি এই ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন, ফলে সেই সময়েই দেশের জন্য নির্ধারিত কোটা পূর্ণ হয়ে গেছে।

ডিভি লটারি হলো যুক্তরাষ্ট্র সরকারের একটি অভিবাসন কর্মসূচি, যা প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক মানুষের স্থায়ী বসবাসের সুযোগ দেয়। সাধারণত সেইসব দেশ থেকে যারা যুক্তরাষ্ট্রে অভিবাসনের সংখ্যা কম, তারা এই লটারিতে অংশ নিতে পারে। নির্বাচিত ব্যক্তিরা ‘গ্রিন কার্ড’ পেয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী নাগরিকত্বের পথে এগোতে পারেন। তাই ২০২৬ সালের লটারিতে বাংলাদেশের নাম না থাকা নতুন কোনো দুঃসংবাদ নয়, বরং দীর্ঘমেয়াদী ধারাবাহিকতার ফলাফল।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত