ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

জেনে নিন জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল

২০২৫ অক্টোবর ২৪ ১৪:১০:২০

জেনে নিন জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল

ডুয়া ডেস্ক: ইসলামে জুমার দিনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করা হয়। পবিত্র কোরআনে মুমিনদের জুমার দিন মসজিদে দ্রুত যাত্রা করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া হাদিসে উল্লেখ রয়েছে এই দিনে কিছু নির্দিষ্ট আমল যেমন গোসল করা, খুতবা মনোযোগসহ শোনা, দোয়া ও দরুদ পাঠের মাধ্যমে অতিরিক্ত সওয়াব অর্জনের বিষয়।

জুমার দিনে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ আমল হলো-

১. জুমার দিনের মর্যাদা: হাদিসে রাসুলুল্লাহ (সা.) জুমার দিনে পাঁচটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন: আদম (আ.)-এর সৃষ্টি, পৃথিবীতে অবতরণ, মৃত্যুদান, একটি দোয়া কবুলের সময় এবং কিয়ামতের সংঘটিত হওয়ার সম্ভাবনা। (ইবনে মাজাহ, হাদিস: ৮৯৫)

২. জুমা নামাজ আদায়: যে ব্যক্তি জুমার দিনে গোসল, সুগন্ধ ব্যবহার এবং যথাসাধ্য পবিত্র হয়ে মসজিদে যায় ও খুতবা মনোযোগসহ শুনে, আল্লাহ তাঁর দুই জুমার মধ্যে সকল গুনাহ মাফ করেন। (সহিহ বুখারি, হাদিস: ৮৮৩; মুসলিম, হাদিস: ২৩৩)

৩. গোসল করা ও আগে মসজিদে যাওয়া: গোসলের পর আগে মসজিদে যাওয়ায় প্রতিটি পদক্ষেপের বিনিময়ে এক বছরের রোজা ও নামাজের সওয়াব প্রদান করা হয়। (আবু দাউদ, হাদিস: ৩৪৫)

৪. মসজিদে প্রথমে প্রবেশের ফযিলত: প্রথমে মসজিদে প্রবেশকারীর প্রতিফলন কোরবানির মত হয় যেমন উট, গরু, ছাগল, মুরগি বা ডিম সদকার অনুরূপ। (সহিহ বুখারি, হাদিস: ৮৪১)

৫. দোয়া কবুলের সময়: জুমার দিনে একটি বিশেষ মুহূর্ত আছে, যা আসরের শেষ সময়ে অনুসন্ধান করলে আল্লাহ দোয়া কবুল করেন। (আবু দাউদ, হাদিস: ১০৪৮)

৬. সুরা কাহাফ পাঠ: জুমার দিনে সুরা কাহাফ পাঠ করা প্রতিটি মুসলিমের জন্য দুই জুমার মধ্যে আলোকিত সময় হিসেবে বিবেচিত হয় এবং শেষ ১০ আয়াত পড়লে দাজ্জালের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। (সহিহ তারগিব, হাদিস: ১৪৭৩; আল মুসতাদরাক: ২/৩৯৯)

৭. গুনাহ মাফ ও দরুদ পাঠ: জুমার দিনে পবিত্র হয়ে মসজিদে যাওয়ায় আল্লাহ দুই জুমার মধ্যে সমস্ত গুনাহ মাফ করেন। এছাড়া নবীজি (সা.)-এর ওপর বেশি দরুদ পাঠের ফযিলত রয়েছে। (আবু দাউদ, হাদিস: ১০৪৭)

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত