ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা এখনও গ্রহণযোগ্য: শিশির মনির

২০২৫ অক্টোবর ২৩ ২২:৩৩:২৫

তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা এখনও গ্রহণযোগ্য: শিশির মনির

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর অন্যতম শীর্ষ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, জামায়াতে ইসলামী ৩৬ বছর আগে বাংলাদেশের গণতন্ত্রের জন্য যে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা দিয়েছিল, তা আজও সবচেয়ে গ্রহণযোগ্য।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে তৃতীয় দিনের আপিল শুনানি শেষে তিনি এই মন্তব্য করেন।

অ্যাডভোকেট শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করলেই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। যে প্রক্রিয়ায় এই তত্ত্বাবধায়ক সরকার বাদ দেওয়া হয়েছিল, তা ছিল পূর্বপরিকল্পিত নকশার আলোকে এবং সংসদীয় কমিটিও এটি বাদ করতে চায়নি। এক ব্যক্তির ইচ্ছায় তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে দেশে একনায়কতান্ত্রিক শাসন কায়েম করা হয়েছিল।

তিনি আরও উল্লেখ করেন, এর ফলে রাজনীতি, অর্থনীতি ও সমাজনীতিসহ সব ক্ষেত্রে বাংলাদেশ বড় ধ্বংসের মধ্য দিয়ে গেছে। বর্তমানে আবার এর প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। যদি নির্বাচন ব্যবস্থাকে সঠিক নিয়মে দাঁড় করাতে হয়, তবে তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলার মধ্যেই যাওয়া জাতিগতভাবে সবচেয়ে গ্রহণযোগ্য হবে। তিনি আশা প্রকাশ করেন, আদালত যে আদেশই দিক না কেন, তা যেন জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে আলোচনা হয়েছে, তার সঙ্গে মিল রেখে হয়, অন্যথায় সংস্কার প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে।

উল্লেখ্য, ১৯৯৬ সালে সংবিধানে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট হলেও হাইকোর্ট এটিকে বৈধ ঘোষণা করে। তবে, ২০১১ সালের ১০ মে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেয়। এই রায়ের পর পঞ্চদশ সংশোধনী আইনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ করা হয়।

৫ আগস্ট সরকার পরিবর্তনের পর সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনা চেয়ে পৃথক আবেদন করেছেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত