ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ: ফিল্ডিংয়ে বাংলাদেশ, সরাসরি দেখুন (LIVE)

সরকার ফারাবী
সরকার ফারাবী

রিপোর্টার

২০২৫ অক্টোবর ২৩ ১৮:১৪:৫৬

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ: ফিল্ডিংয়ে বাংলাদেশ, সরাসরি দেখুন (LIVE)

সরকার ফারাবী: মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে (ডে-নাইট) ম্যাচে বাংলাদেশ ৫০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান সংগ্রহ করেছে। ফলে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয় নিশ্চিত করতে ২৯৭ রানের লক্ষ্য স্থির হয়েছে।

সৌম্য-সাইফের বিধ্বংসী পার্টনারশিপ

বাংলাদেশের ইনিংসে প্রধান আকর্ষণ ছিল দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসানের দুর্দান্ত ব্যাটিং। তারা মিলিতভাবে ১৭৬ রানের বিশাল জুটি গড়ে দলের ভিত্তি মজবুত করেছেন।

সৌম্য সরকার (৯১ রান): ৮৬ বলে ৯১ রান করে সৌম্য মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন। তার ইনিংসে ছিল ৭টি চার এবং ৪টি ছক্কা, স্ট্রাইক রেট ১০৫.৮১। আকিম অগাস্টের হাতে ক্যাচ দিয়ে হোসেইনের শিকার হন।

সাইফ হাসান (৮০ রান): ৭২ বল খেলে ৮০ রান করেন সাইফ, ৬টি চার এবং ৬টি ছক্কার সাহায্যে। রোস্টন চেজের বলে গ্রীভসের হাতে ক্যাচ দিয়ে আউট হন।

মাঝের ও শেষের ইনিংস

মাঝের ওভারে নাজমুল হোসেন শান্ত ৫৫ বলে ৪৪ রান করে দলকে এগিয়ে রাখেন। তৌহিদ হৃদয় ৪৪ বলে ২৮ রান যোগ করেন। ইনিংসের শেষ দিকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ১৭ রান করেন এবং উইকেটরক্ষক নুরুল হাসান ৮ বলে ১৬* রান তুলে দলকে ২৯৬ রানে পৌঁছে দেন।

ওয়েস্ট ইন্ডিজের বোলিং

বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ সফল ছিলেন বাঁহাতি স্পিনার আকিলা হোসেইন, ১০ ওভারে মাত্র ৪১ রান দিয়ে ৪ উইকেট নেন (ইকোনমি ৪.১০)। এছাড়া অ্যালিক অ্যাথানাজে ২ উইকেট, রোস্টন চেজ ও গুড়াকেশ মোতি ১টি করে উইকেট শিকার করেন।

ওয়েস্ট ইন্ডিজের তাড়া শুরু

২৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শাই হোপের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ তাদের ইনিংস শুরু করেছে। রিপোর্ট লেখা পর্যন্ত তারা ১.২ ওভারে ১ উইকেট হারিয়ে ৩ রান তুলেছে। ব্যাটসম্যান হিসেবে অ্যালিক অ্যাথানাজে অপরাজিত ৩ রান এবং ব্র্যান্ডন কিং শূন্যে। জয়ের জন্য তাদের প্রতি ওভারে ৬.০৪ করে রান তুলতে হবে।

বাংলাদেশের ব্যাটসম্যানরা শক্তিশালী ভিত্তি তৈরি করেছে, এবার দেখার বিষয় ওয়েস্ট ইন্ডিজ এই চ্যালেঞ্জিং লক্ষ্য পূরণ করতে পারবে কি না।

খেলাটি যেখানে দেখা যাবে;

খেলাটি লাইভ দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।

এছাড়াও

টেলিভিশনে লাইভ সম্প্রচার

T Sports: বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেল, যা এই সিরিজের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করছে। Wikipedia

Nagorik TV: আরেকটি জনপ্রিয় চ্যানেল, যা এই সিরিজের ম্যাচগুলো সম্প্রচার করছে। Wisden

RTV: এই চ্যানেলেও সিরিজের ম্যাচগুলো সরাসরি সম্প্রচারিত হচ্ছে।

ডিজিটাল প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং

Tapmad: বাংলাদেশে ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে Tapmad এই সিরিজের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করছে। Wisden

ICC.tv: বিশ্বব্যাপী দর্শকদের জন্য ICC.tv প্ল্যাটফর্মে এই সিরিজের ম্যাচগুলো সরাসরি দেখা যাচ্ছে।

Toffee: বাংলাদেশের একটি OTT প্ল্যাটফর্ম, যা এই সিরিজের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করছে।

FanCode: ভারতের দর্শকদের জন্য FanCode অ্যাপ ও ওয়েবসাইটে এই সিরিজের ম্যাচগুলো সরাসরি দেখা যাচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত