ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২
‘হাসিনার বিচার না হলে জুলাই শহীদের প্রতি অবিচার হবে’

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের শেষ দিনে রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী (অ্যাটর্নি জেনারেল) মো. আসাদুজ্জামান বলেন, গণহত্যায় জড়িত শেখ হাসিনাসহ আসামিদের বিচার না হলে জুলাইয়ের শহীদ ও আহতদের প্রতি চরম অবিচার হবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ যুক্তিতর্কের সময় তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, আমি একসময় বিশ্বাস করেছিলাম, শেখ হাসিনা ন্যায়বিচারের মুখোমুখি হবেন। কারণ তিনি নিজেই একসময় বলেছিলেন, সাহস থাকলে বিচারের মুখোমুখি হন। কিন্তু বাস্তবে তিনি সে কথার প্রতি অনুগত নন। যদি সত্যিই সাহস থাকত, তবে তিনি আজ দেশের মাটিতে ফিরে এসে বিচার মোকাবিলা করতেন।
তিনি আরও বলেন, এই আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারলে বাংলাদেশের অসংখ্য মানুষের জীবন আবারও ঝুঁকিতে পড়বে। ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হলে জাতি ইতিহাসের পাতা থেকে মুছে গিয়ে কাপুরুষে পরিণত হবে। আমি তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
বক্তব্য শেষে ট্রাইব্যুনাল জানায়, ন্যায়বিচার নিশ্চিত হবে। উভয় পক্ষই যেকোনো মূল্যে ন্যায়বিচার পাবে।
বর্তমানে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে প্রসিকিউশন পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন চলছে। যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।
এর আগে, মামলায় জুলাই আন্দোলনের শহীদ পরিবার, আহত ব্যক্তি, চিকিৎসকসহ ৫৪ জন সাক্ষ্য দেন। তাদের জবানবন্দিতে উঠে আসে জুলাইয়ের গণহত্যা, আওয়ামী লীগের আমলে সংঘটিত গুম–খুন ও নির্যাতনের নানা তথ্য।
এ মামলায় রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন তৎকালীন পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি সেই সময়ের গণহত্যার পটভূমি ও ঘটনার নির্দেশদাতা এবং বাস্তবায়নকারীদের নামও ট্রাইব্যুনালের সামনে তুলে ধরেন।
প্রসিকিউশন জানিয়েছে, সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণ এতটাই শক্তিশালী যে বিশ্বের যেকোনো আদালতে আসামিদের অপরাধ প্রমাণে তা যথেষ্ট।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস