ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব পদে পদায়ন

২০২৫ অক্টোবর ২২ ২০:৪৬:১৬

হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব পদে পদায়ন

নিজস্ব প্রতিবেদক :বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে। এ সংক্রান্ত তথ্য বুধবার (২২ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর উল্লেখ রয়েছে। তিনি পদায়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে রাজনৈতিক কার্যক্রমে যুক্ত। এর আগে তিনি লন্ডনের স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং বিভিন্ন কমিউনিটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন।

বর্তমানে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডের অন্যতম প্রধান সহযোগী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার অভিজ্ঞতা ও দক্ষতা দলকে আন্তর্জাতিক পরিমণ্ডলে কার্যকরভাবে প্রতিনিধিত্ব করতে সহায়তা করবে।

হুমায়ুন কবিরের পদায়ন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কার্যক্রমকে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। তিনি দলের বিদেশি সম্পর্ক ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

দল সূত্রে জানা গেছে, হুমায়ুন কবির আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি ইলিয়াস আলীর নির্বাচনি এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী।

এ প্রসঙ্গে দলীয় কর্মকর্তারা বলেন, হুমায়ুন কবিরের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও কৌশলগত জ্ঞান বিএনপির জন্য মূল্যবান। তার নিয়োগ দলের কূটনৈতিক ও নির্বাচনী প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে।

দলের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, হুমায়ুন কবিরের নেতৃত্বে আন্তর্জাতিক বিষয়ক নীতি ও কার্যক্রম আরও সুচারুভাবে পরিচালিত হবে। তিনি বিদেশি সহযোগিতা, সম্পর্ক এবং রাজনৈতিক কৌশল নির্ধারণে ভূমিকা রাখবেন।

এই পদায়ন বিএনপির অভ্যন্তরীণ কৌশলগত পুনর্গঠন ও আন্তর্জাতিক কূটনৈতিক নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ঢাকা কাস্টমসের সাপ্তাহিক ছুটি বাতিল

ঢাকা কাস্টমসের সাপ্তাহিক ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক: ঢাকার শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলা এবং আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে ঢাকা কাস্টমস... বিস্তারিত