ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২
হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব পদে পদায়ন

নিজস্ব প্রতিবেদক :বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে। এ সংক্রান্ত তথ্য বুধবার (২২ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর উল্লেখ রয়েছে। তিনি পদায়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।
হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে রাজনৈতিক কার্যক্রমে যুক্ত। এর আগে তিনি লন্ডনের স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং বিভিন্ন কমিউনিটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন।
বর্তমানে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডের অন্যতম প্রধান সহযোগী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার অভিজ্ঞতা ও দক্ষতা দলকে আন্তর্জাতিক পরিমণ্ডলে কার্যকরভাবে প্রতিনিধিত্ব করতে সহায়তা করবে।
হুমায়ুন কবিরের পদায়ন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কার্যক্রমকে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। তিনি দলের বিদেশি সম্পর্ক ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
দল সূত্রে জানা গেছে, হুমায়ুন কবির আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি ইলিয়াস আলীর নির্বাচনি এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী।
এ প্রসঙ্গে দলীয় কর্মকর্তারা বলেন, হুমায়ুন কবিরের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও কৌশলগত জ্ঞান বিএনপির জন্য মূল্যবান। তার নিয়োগ দলের কূটনৈতিক ও নির্বাচনী প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে।
দলের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, হুমায়ুন কবিরের নেতৃত্বে আন্তর্জাতিক বিষয়ক নীতি ও কার্যক্রম আরও সুচারুভাবে পরিচালিত হবে। তিনি বিদেশি সহযোগিতা, সম্পর্ক এবং রাজনৈতিক কৌশল নির্ধারণে ভূমিকা রাখবেন।
এই পদায়ন বিএনপির অভ্যন্তরীণ কৌশলগত পুনর্গঠন ও আন্তর্জাতিক কূটনৈতিক নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড