ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

জুলাই সনদ কার্যকর করতে নভেম্বরের গণভোট চায় জামায়াত

২০২৫ অক্টোবর ২২ ২০:২৫:৪৩

জুলাই সনদ কার্যকর করতে নভেম্বরের গণভোট চায় জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আগে নভেম্বরে গণভোটের দাবি জানিয়েছে। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

ডা. তাহের বলেন, রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে জুলাই সনদে স্বাক্ষর করেছে। এখন প্রয়োজন সনদের আইনিভিত্তি ও বাস্তবায়ন নিশ্চিত করা এবং নির্বাচনের আগে জরুরি সংস্কারগুলো সম্পন্ন করা। এছাড়া সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে সনদের সাংবিধানিক ভিত্তি দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, গণভোটে বিএনপি রাজি হলেও নির্বাচনের দিনই জটিলতা সৃষ্টি করছে। কারণ মৌলিক বিষয় হলো গণভোট, যা জাতীয় নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। আসলে বিএনপি গণভোট চায়নি, জনগণের চাপেই রাজি হয়েছে। কিন্তু তারা প্যাঁচ লাগিয়ে রেখেছে। জামায়াত চায় নভেম্বরের শেষে গণভোট হবে। এরপর জাতীয় নির্বাচনের জন্য পর্যাপ্ত সময় থাকবে। নির্বাচনের দিন গণভোট করলে আইনগত জটিলতা তৈরি হবে, বলেন ডা. তাহের।

নির্বাচনে সমতাপূর্ণ পরিবেশ তৈরি করতে প্রশাসনে প্রয়োজনীয় রদবদলের আহ্বান জানালে প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন। ডা. তাহের বলেন, প্রশাসন ও পুলিশের মধ্যে ৭০ শতাংশ লোক একটি নির্দিষ্ট দলের প্রতিনিধিত্ব করে। এদের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে তিনি বলেন, এ নিয়ে সরাসরি আলোচনা হয়নি, তবে জামায়াত মনে করে বর্তমান সরকারই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালনের জন্য সক্ষম।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত